ASANSOLBengali News

অগ্নিবীণা স্পেশাল ট্রেন ( বিধান) কাল থেকে চলবেনা, পরিষেবা স্থগিত

বেঙ্গল মিরর, আসানসোল, সৌরদীপ্ত সেনগুপ্ত : 02341/02342 আসানসোল – হাওড়া – আসানসোল স্পেশাল ট্রেন পরিষেবা 21.05.2021 থেকে পরবর্তী বিজ্ঞপ্তি অবধি স্থগিত থাকবে। তাৎপর্যপূর্ণভাবে , 2020 সালে লকডাউন বলবৎ হবার পরে ট্রেন পরিষেবা বন্ধ করা হয়েছিল। প্রায় এক বছর পর ট্রেনটি আবার চলাচল শুরু করে। তবে আবার করোনার সংক্রমণ এবং লকডাউনের কারণে যাত্রীদের সংখ্যা হ্রাস পেয়েছে। রেল কর্তৃপক্ষ ২১ শে মে থেকে আসানসোল-হাওড়া অগ্নিবীণা স্পেশাল অর্থাৎ বিধান এক্সপ্রেসের পরিষেবা স্থগিত করেছে।

Leave a Reply