আসানসোলে মেলায় চলল গুলি ! তদন্তে পুলিশ
বেঙ্গল মিরর, আসানসোল, সৌরদীপ্ত সেনগুপ্ত: : এবার আসানসোলে মেলায় গুলি চালানোর ঘটনা ঘটলো। তদন্তে আসানসোল উত্তর থানার পুলিশ। আসানসোল উত্তর থানার অন্তর্গত ডিপো পাড়া এলাকায় দুর্গা মন্দিরের কাছে এক দোকানদারের সাথে কথা কাটাকাটি হওয়ার পরে এক ব্যক্তির বিরুদ্ধে গুলি চালানোর অভিযোগ। এই ঘটনার পরে স্থানীয়দের মধ্যে ব্যাপক ক্ষোভ দেখা যাচ্ছে। গুলি চালানোর ঘটনা এলাকার সিসিটিভিতে ধরা পড়েছে। ওই সিসিটিভি ফুটেজে ওই যুবকের হাতে বন্দুকের মতো কিছু দেখা গিয়েছে।
স্থানীয় মানুষের বক্তব্য অনুযায়ী দাবি করেছে স্থানীয় রাজু নামক এক যুবক স্থানীয় দোকানদারের সঙ্গে কথা কাটাকাটির পর গুলি চালায়। অভিযোগ পেয়েই আজ সকালে পুলিশ এসে তদন্ত শুরু করে।স্থানীয় মানুষের দাবি, রাজু প্রায়ই এলাকায় অশান্তি সৃষ্টি করে। এর আগেও সে একই ধরনের ঘটনা ঘটিয়েছে, পরে সে মেলায় এক দোকানদারের সঙ্গে কথা কাটাকাটির পরে শূন্যে গুলি ছোড়ে। শূন্যে ফায়ারিং এর পরেই সে এলাকা ছেড়ে পালিয়ে যায়। এই ঘটনায় এলাকার মানুষের মধ্যে ক্ষোভ রয়েছে। স্থানীয় মানুষের দাবি পুলিশ দ্রুত তদন্ত করে যথাযথ ব্যবস্থা গ্রহণ করুক।