দূর্গাপুরে বিসর্জন ঘিরে দুপাড়ার মধ্যে সংঘর্ষ
বেঙ্গল মিরর, দূর্গাপুর, রাজা বন্দোপাধ্যায়ঃ* দুর্গা প্রতিমা বিসর্জন ঘিরে রবিবার দশমীর দিন দুপুরে দুই পাড়ার সংঘর্ষে উত্তপ্ত হলো পশ্চিম বর্ধমান জেলার দূর্গাপুরের রঘুনাথপুর। এই ঘটনায় সিভিক ভলেন্টিয়ারের বিরুদ্ধে মারধরের অভিযোগ উঠেছে। আহত হয়েছেন বেশ কয়েকজন। এই ঘটনার প্রতিবাদে এলাকার বাসিন্দারা রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখান। খবর পেয়ে পরিস্থিতি সামাল দিতে দুর্গাপুর থানার বিশাল পুলিশ বাহিনী এবং র্যাফ আসে এলাকায়। অন্যদিকে, পাল্টা মারধরের অভিযোগ করেন সিভিক ভলেন্টিয়ারের পাড়ার লোকজনদের।
জানা গেছে, রবিবার দুপুরে দুর্গাপুর থানার রঘুনাথপুর ময়রা পাড়ার সর্বজনীন দুর্গা প্রতিমা নিরঞ্জন হচ্ছিল। তখনই দুর্গাপুর থানার রঘুনাথপুর বাউরি পাড়ার বেশ কয়েকজন যুবক সিভিক ভলেন্টিয়ার প্রশান্ত বাউরির নেতৃত্বে রঘুনাথপুর সর্বজনীন দুর্গাপুজো কমিটির সদস্যদের উপর হামলা চালায় বলে অভিযোগ। গোটা এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে। খবর পেয়ে দূর্গাপুর থানার বিশাল বাহিনী এলাকায় আসে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বেশ বেগ পেতে হয় দুর্গাপুর থানার পুলিশকে। নামানো হয় র্যাফও।
রঘুনাথপুর সর্বজনীন দুর্গাপুজো কমিটির সহ-সভাপতি স্বপন দা অভিযোগ করে বলেন, আমরা সরকারি নিয়ম মেনে ডিজে না বাজিয়ে বিসর্জন করছিলাম। ডিজে কেন বাজানো হয়নি এই দাবি তুলে আমাদের উপর হামলা চালানো হয়। লাঠি নিয়ে মদ্যপ অবস্থায় ঝাঁপিয়ে পড়ে সিভিক ভলেন্টিয়ার প্রশান্ত বাউরির নেতৃত্বে মদ্যপ যুবকরা। মেয়েদের শ্লীলতাহানি ও মারধর করা হয়েছে । তারই প্রতিবাদে আমরা রাস্তা অবরোধ করেছিলাম। অবিলম্বে সিভিক ভলেন্টিয়ার সহ যারা আমাদের ওপর হামলা চালিয়েছে তাদের বিরুদ্ধে কড়া আইনি ব্যবস্থা নিতে হবে। না, হলে আগামী দিনে আরো বৃহত্তর আন্দোলন করা হবে।
এদিকে, নিজেকে সিভিক ভলেন্টিয়ার প্রশান্ত বাউরির বোন বলে দাবি করে বৃষ্টি বাউরী পাল্টা অভিযোগ করে বলেন, আমার ওপর আচমকা হামলা চালায় রঘুনাথপুর সর্বজনীন দুর্গাপুজা কমিটির যুবকরা। মেয়েদের গায়ে হাতও দেওয়া হয়। তারই প্রতিবাদ করেছিল প্রশান্ত। আমরা ওদের শাস্তি চাইছি।
অন্যদিকে, পুলিশের এক আধিকারিক জানান , ঠিক কি কারণে এই ঘটনা তা তদন্ত করে দেখা হচ্ছে। বর্তমানে গোটা পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে। উত্তেজনা থাকায় এলাকায় পুলিশ পিকেট বসানো হয়েছে।