ASANSOL

আসানসোলের ” ঘাঁটি জুয়েলস্ ” এ শুরু ” স্বর্ণ কলস ” স্কিম

বেঙ্গল মিরর, আসানসোল, রাজা বন্দোপাধ্যায় ও সৌরদীপ্ত সেনগুপ্তঃ আসন্ন ধনতরাস ও দীপাবলি উপলক্ষে আসানসোলের অন্যতম বিখ্যাত জুয়েলারি দোকান ” ঘাঁটি জুয়েলস” এ রবিবার থেকে শুরু হলো প্রতিষ্ঠানের জনপ্রিয় “স্বর্ণ কলস ” স্কিম। এদিন সকালে এক অনুষ্ঠানে আসানসোল শহরের একটি বেসরকারি ইংরেজি মাধ্যম স্কুলের অধ্যক্ষা অপর্ণা মুখোপাধ্যায় প্রদীপ জ্বালিয়ে “স্বর্ণ কলস ” প্রকল্পের উদ্বোধন করেন। অনুষ্ঠানে অন্যদের মধ্যে ছিলেন ঘাঁটি জুয়েলস্’ র শুভজিৎ ঘাঁটি। এই প্রসঙ্গে অপর্ণা মুখোপাধ্যায় বলেন, ছোটবেলা থেকেই ঘাঁটি ক্লথ স্টোর নামে যে বস্ত্র বিপনি আছে সেখানে আসতাম। তারপর তাদের এই গয়নার দোকান হয়। বর্তমানে আসানসোলে ঘাঁটি জুয়েলস্ ও ঘাঁটি ক্লথ স্টোর একটি ব্র্যান্ডে পরিণত হয়েছে।
তিনি আরো বলেন, ইতিমধ্যেই ঘাঁটি জুয়েলসের প্রতি ক্রেতাদের আস্থা জোরদার হয়েছে। আশা করি, যতদিন যাবে, ততই এই দোকানের প্রতি ক্রেতাদের আস্থা আরো বাড়বে।


এই উপলক্ষে ঘাঁটি জুয়েলসের শুভজিৎ ঘাঁটি বলেন, ” স্বর্ণ কলস ” স্কিমের অফারটি শুরু হলো ২০ অক্টোবর রবিবার থেকে। তা চলবে আগামী ৩১ অক্টোবর পর্যন্ত। এই স্কিমে সোনার গয়নার উপর ২০% ছাড় ও রুপো এবং হিরের গয়নাগুলিতে ১০% পর্যন্ত ছাড় দেওয়া হবে। শুধু তাই নয়, আসানসোলের অন্যতন সেরা গয়নার দোকান ঘাঁটি জুয়েলসের প্রতিটি কেনাকাটায় গ্রাহকরা বিশেষ উপহারও পেতে পারেন। তিনি আরো বলেন, ঘাঁটি জুয়েলস সর্বদা দক্ষতার সাথে সোনা, রুপো এবং হিরের গয়না তৈরি করে আসছে। আসানসোলের লোকেদের কাছে আমাদের গয়নার নকশা এবং গুণমান নিয়ে কোনও সন্দেহ নেই। সঠিক দামে উচ্চ মানের গয়না তৈরির জন্য ঘা়ঁটি জুয়েলস বিখ্যাত। এই বিশেষ অফার এবং উপহার দিয়ে আসানসোলে গ্রাহকদের মন জয় করছে ঘাঁটি জুয়েলস।


আশা করি, আসন্ন দীপাবলি ও বিজয়া উদযাপনের জন্য নতুন সোনা ও রূপোর গয়না কিনতে চাওয়া লোকেরা ঘাঁটি জুয়েলসের অফারগুলি মিস করতে চাইবে না৷
ঘাঁটি ক্লথ স্টোর ও ঘাঁটি জুয়েলসের প্রতিষ্ঠাতা তথা কর্ণধার সুব্রত ওরফে মিঠু ঘাঁটি তার প্রতিষ্ঠানে আসা সমস্ত গ্রাহক ও আসানসোলের সাধারণ মানুষদেরকে তাদের পাশে থাকার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি সকলকে শুভ দীপাবলির শুভেচ্ছা জানিয়েছেন এবং বিশেষ করে স্বর্ণ কলস স্কিমে অংশ নেওয়ার জন্য আহ্বান জানিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *