রানীগঞ্জকে মহকুমা করার দাবি সহ ১৬ টি বিষয়ে দৃষ্টি আকর্ষণ, জেলাশাসকের দরবারে রানিগঞ্জ চেম্বার অফ কমার্সের প্রতিনিধি দল
বেঙ্গল মিরর, আসানসোল, রাজা বন্দোপাধ্যায়ঃ রানিগঞ্জ চেম্বার অফ কমার্সের একটি প্রতিনিধি দল মঙ্গলবার পশ্চিম বর্ধমানের জেলাশাসকের দপ্তরে এসে জেলাশাসক এস পোন্নাবলমের সাথে দেখা করেন। বনিকসভার প্রতিনিধিরা জেলাশাসকের কাছে মোট ১৬ টি বিষয় বা পয়েন্টে দৃষ্টি আকর্ষণ করেন। এই প্রতিনিধি দলে অন্যান্যদের মধ্যে ছিলেন বনিকসভার পরামর্শদাতা আরপি খৈতান।
এই ব্যাপারে রানিগঞ্জ চেম্বার অফ কমার্সের সভাপতি রোহিত খৈতান বলেন, চেম্বার অফ কমার্সের ১০ সদস্যের প্রতিনিধি দল জেলাশাসক এস পোন্নাবালামের সাথে দেখা করেন। রানিগঞ্জ এবং আশেপাশের এলাকার সমস্যাগুলির প্রতি তার দৃষ্টি আকর্ষণ করে ও সেই সমস্যাগুলি সমাধানের জন্য তাকে অনুরোধ করা হয়েছে। যার মধ্যে অন্যতম হলো রানিগঞ্জকে আবার মহকুমার মর্যাদা দেওয়া। জেলাশাসক আমাদের মতামতগুলি গুরুত্ব সহকারে শুনেছেন এবং আশ্বাস দিয়েছেন যে তাদের দ্বারা যে সমস্যাগুলি সমাধান করা যেতে পারে তা অবশ্যই সমাধান করা হবে। আর যে সমস্যাগুলি অন্যান্য দপ্তরকে জানানো দরকার সেগুলি তাদেরকে জানিয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া জন্য বলা হবে বলে জেলাশাসক জানিয়েছেন।
রোহিত খৈতান আরো বলেন, এর আগে রানিগঞ্জের জাতীয় সড়কের সার্ভিস রোডের বিষয়ে জেলাশাসকের কাছে একটি অনুরোধ করা হয়েছিল। ব্যাংকের পাশের সার্ভিস রোডের কাজও চলছে। আশা করা যাচ্ছে ২ থেকে ৩ মাসের মধ্যে সার্ভিস রোডটি স্থায়ীভাবে নির্মিত হয়ে যাবে।