আসানসোলে তৃণমূল মহিলা কংগ্রেসের উদ্যোগে শাড়ি বিতরণ
বেঙ্গল মিরর, আসানসোল, রাজা বন্দোপাধ্যায়ঃ আসানসোল উত্তর ব্লক ১ তৃনমুল মহিলা কংগ্রেসের উদ্যোগে শনিবার সন্ধ্যায় আসানসোলের জিটি রোডের বিএনআরে রবীন্দ্র ভবনের সামনে শারদোৎসব ও এবং আসন্ন ছট পূজোকে সামনে রেখে শাড়ি বিতরণের জন্য এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এই অনুষ্ঠানে রাজ্যের আইন ও শ্রম মন্ত্রী মলয় ঘটক ছাড়াও আসানসোল পুরনিগমের ডেপুটি মেয়র অভিজিৎ ঘটক, মেয়র পারিষদ গুরুদাস ওরফে রকেট চট্টোপাধ্যায়, জেলা তৃনমুল মহিলা কংগ্রেসের সভানেত্রী অসীমা চক্রবর্তী, বোরো চেয়ারম্যান রাজেশ তেওয়ারি, ব্লকের সভানেত্রী তথা আসানসোল পুরনিগমের কাউন্সিলার শম্পা দাঁ সহ বিপুল সংখ্যায় কর্মী ও সমর্থক উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে মন্ত্রী মলয় ঘটক বলেন, সম্প্রতি রাজ্যের পালিত হয়েছে বাংলার সবচেয়ে বড় উৎসব দূর্গাপুজো। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে বাংলার সবচেয়ে বড় উৎসব দুর্গাপূজা সারা রাজ্যে শান্তিপূর্ণভাবে পালিত হয়েছে। এবার কালীপূজা ও ছট উৎসবও পালিত হবে। এই উপলক্ষেই এদিন মহিলা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে শাড়ি বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। তিনি আরো বলেন, ঘূর্ণিঝড় ডানার কারণে বাংলার পাশাপাশি উড়িষ্যার একাধিক জেলাগুলিতেও একটানা বৃষ্টি হয়েছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সারা রাত জেগে কাটিয়ে রাজ্যের মানুষকে নিরাপদে রেখেছেন। তাতে বোঝা যাচ্ছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের মানুষকে কতটা ভালোবাসেন।