ASANSOLBengali News

প্রাক্তন সিআইএসএফ কর্মী চিকিৎসা সংক্রান্ত সামগ্রী তুলে দিলেন জেলা হাসপাতালে

বেঙ্গল মিরর, দেব ভট্টাচার্য, আসানসোল ।অতিমারির সময় জেলা হাসপাতালে চিকিৎসা ব্যবস্থা দেখে এবং গরীব মানুষদের সাহায্য করতে অসমের মহিলা সুস্মিতা তপাদার শুক্রবার জেলা হাসপাতালে নিখিল চন্দ্র দাসের হাতে দেড় লক্ষ টাকার চিকিৎসা সংক্রান্ত সামগ্রী তুলে দেন।

সুস্মিতা দেবী বলেন তিনি প্রাক্তন সিআইএসএফ কর্মী। বর্তমানে তিনি আসানসোলে রয়েছেন। জেলা হাসপাতালে যেহেতু প্রতিদিন শত শত গরিব ও মধ্যবিত্ত মানুষ চিকিৎসার জন্য আসছেন এবং  ভালো চিকিৎসার পর তারা  বাড়ি ফিরছেন। তাই এখানে কিছু কিছু জিনিস প্রয়োজন ছিল যা আমি জেনেছি সেগুলোই আজ সুপারের হাতে তুলে দিলাম।

প্রাক্তন সিআইএসএফ কর্মী অসমের এই মহিলার ভাবনাকে সম্মান জানিয়ে প্রশংসা করে সুপার নিখিল চন্দ্র দাস বলেন আমরা চাই প্রত্যেকে প্রত্যেকের পাশেই এই অতিমারির সময় কোনও না কোন ভাবে দাঁড়িয়ে হাত বাড়াতে। সেই ভাবনা থেকেই উনিও আজ এসেছিলেন এবং প্রায় দেড় লক্ষ টাকা মূল্যের নানান জিনিসপত্র যা চিকিৎসা কাজে লাগবে তা দিয়ে গেলেন।

Leave a Reply