আসানসোলে হাইওয়েতে বাস দুর্ঘটনা
বেঙ্গল মিরর, চরণ মুখার্জি, রানীগঞ্জ : বাসের খালাসী নাকি চালাচ্ছিল বাস, আর সে কারণেই দুর্ঘটনা ? সোমবার রাত্রি ন’টা নাগাদ ১৯ নম্বর জাতীয় সড়কের জামুড়িয়ার শ্রীপুর ফাঁড়ি এলাকার নিঘা মোর সংলগ্ন অংশে ওভার ব্রিজ নামতেই ঘটে এই দুর্ঘটনা। এই দুর্ঘটনায় চালকসহ এক ব্যক্তির আহত হওয়ার খবর মিলেছে। এই ঘটনার খবর পাওয়ার পরপরই ঘটনাস্থলে জামুড়িয়া থানার শ্রীপুর ফাঁড়ির পুলিশ পৌঁছে বাসের মধ্যে আটকে থাকা সকল যাত্রীদের উদ্ধার করে। পরে বেশ কিছু জন যাত্রীকে ওইসব রুটের দূরপাল্লায় যাওয়া বাদ গুলিতে তুলেও দেন পুলিশ প্রশাসন। সেখানেই আহত দুই ব্যক্তিকে আসানসোল জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।
ঘটনা প্রসঙ্গে জানা যায় কলকাতার অভিমুখ থেকে ১৯ নম্বর জাতীয় সড়ক ধরে সোমবার রাত্রি নটা নাগাদ একটি বড় ভলভো বাস ৬০ থেকে ৬৫ জন যাত্রীকে সঙ্গে নিয়ে বিহারের মোজাফফরপুর যাচ্ছিল, সে সময়ই বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে পাশে থাকা ডিভাইডার এর ওপর চেপে যায় সংলগ্ন অংশে রাস্তার ধারে সার্ভিস রোডে অন্য ট্রাকের পেছনে ধাক্কা মেরে বাসটি ডিভাইডারের মাঝে আটকে পড়ে। এই ঘটনায় বাসের মধ্যে থাকা গাড়ি চালক ও এক ব্যক্তি অল্পবিস্তর আহত হয় তবে খুব রহস্যময় ভাবেই বাসের মধ্যে থাকা অন্য সকল যাত্রীরা সুরক্ষিত থাকে। তবে এই বাসের মধ্যে আটকে পড়া সকল যাত্রীরা দূর-দূরান্তে থাকায় তাদের গন্তব্যে পৌঁছতে ব্যাপক বেগ পেতে হয়।
তবে জামুড়িয়া থানার ও শ্রীপুর ফাঁড়ির পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে সকলকে বাস থেকে সকল যাত্রীদের উদ্ধার করার পাশাপাশি , তাদের অন্য সকল বাস দাঁড় করিয়ে সেই সকল রুটে যাওয়া বাসে তাদের চাপিয়ে দেওয়া হয়। বাসে থাকা যাত্রীদের বেশ কয়েকজন এদিন দাবী করেছেন বাসের চালক খালাসিকে বাস চালানোর দায়িত্ব দেওয়ায় সে নতুনভাবে বাস চালানো শিখে সঠিকভাবে বাস চালাতে না পেরে নিয়ন্ত্রণ হারিয়ে এই দুর্ঘটনা ঘটিয়েছে। তবে সঠিক কি কারণে এই দুর্ঘটনা সে সম্পর্কে কেউই নির্দিষ্ট কিছু বলতে পারছে না।