সামাজিক সংগঠন ” আসানসোল ইউনিক ওয়েলফেয়ার সোসাইটি “র উদ্যোগে বিজয়া সম্মেলন….
বেঙ্গল মিরর, আসানসোল, রাজা বন্দোপাধ্যায়ঃ আসানসোলের সামাজিক সংগঠন ” আসানসোল ইউনিক ওয়েলফেয়ার সোসাইটি ” নিরবচ্ছিন্নভাবে সামাজিক অনুষ্ঠানের আয়োজন করে থাকে। তাদের তরফে কখনও কখনও সমাজের বঞ্চিত মানুষদের সেবা করার জন্য সামাজিক কাজ করা হয়। আয়োজন করা হয় রক্তদান শিবিরেরও।
রবিবার আসানসোল পুরনিগমের ৪২ নম্বর ওয়ার্ডের রূপোবাঁধ এলাকায় সোসাইটির তরফে বিজয়া সম্মেলনের আয়োজন করা হয়েছিলো। যেখানে শিশুদের জন্য দুপুরের খাবার খাওয়ানোর ব্যবস্থা করা হয়েছিল। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পশ্চিম বর্ধমান জেলা পরিষদের সভাধিপতি বিশ্বনাথ বাউরি। এছাড়াও ছিলেন সামাজিক সংগঠনের সম্পাদক রতন চট্টোপাধ্যায়, কুমার অভয় সিং, কৃতি রায় , শুভনীল মাহাতো, আশীষ কুমার সরকার, সরিত চৌধুরী দেবযানী সিনহা। রতন চট্টোপাধ্যায় বলেন, এদিন বিজয়া সম্মেলন উদযাপনের জন্য এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এই সংগঠন সারা বছর ধরে নানা ধরনের কাজ করে থাকে।
জেলা সভাধিপতি বিশ্বনাথ বাউরি রতন চট্টোপাধ্যায় এবং তার সংগঠনের ধারাবাহিকভাবে বিভিন্ন সামাজিক অনুষ্ঠানের আয়োজনের প্রশংসা করেন।