DURGAPUR

দামোদর নদীর ড্রেজিং করার আশ্বাস, দূর্গাপুর ব্যারেজ পরিদর্শনে কেন্দ্রীয় জলসম্পদ প্রতিমন্ত্রী

বেঙ্গল মিরর, দূর্গাপুর, রাজা বন্দোপাধ্যায়ঃ বর্ষা বা অতিবৃষ্টির সময় বন্যা পরিস্থিতি আটকাতে দামোদর নদী ড্রেজিংয়ের কাজ শুরু করতে উচ্চ পর্যায়ের কমিটি তৈরি করবে কেন্দ্র সরকার । কেন্দ্রীয় এই কমিটি সমন্বয় রক্ষা করে চলবে রাজ্য সরকারের সাথে। দুর্গাপুর ব্যারেজ পরিদর্শন করে মঙ্গলবার এই কথা জানালেন কেন্দ্রীয় জলসম্পদ প্রতিমন্ত্রী রাজভূষণ চৌধুরী। এই কাজ দেখার জন্য কেন্দ্রীয় স্তরে যে বিশেষজ্ঞ কমিটি আছে, তাদেরকে এখানে পরিদর্শনে আসার ব্যাপারে উদ্যোগী হবেন বলেও, কেন্দ্রীয় প্রতিমন্ত্রী এদিন আশ্বাস দিয়েছেন। একইসাথে তিনি বন্যার জন্য ডিভিসি ও কেন্দ্র সরকারকে আক্রমণ করার জন্য রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কড়া সমালোচনা করেছেন।
এদিন দুর্গাপুর ব্যারেজ পরিদর্শনে আসেন কেন্দ্রীয় জলসম্পদ উন্নয়ন প্রতিমন্ত্রী রাজভূষণ চৌধুরী। তার সঙ্গে ছিলেন দুর্গাপুর পশ্চিমের বিজেপি বিধায়ক লক্ষণ ঘোড়ুই। তাকে সাথে নিয়ে তিনি দুর্গাপুর ব্যারেজ ও দামোদর নদী পরিদর্শনে করেন। একইসাথে কেন্দ্রীয় মন্ত্রী,কথা বলেন ডিভিসি আধিকারিকদের সঙ্গেও ।


প্রতি বছর বর্ষা বা অতি বৃষ্টিতে ডিভিসির জল ছাড়ার জন্য বন্যা পরিস্তিতি তৈরি হয় বাংলার একাধিক জেলায়। যা নিয়ে কেন্দ্র ও রাজ্যের সরকারের মধ্যে সংঘাতও বাড়ে। এবারেও তার ব্যতিক্রম হয়নি।  দামোদর নদীর ড্রেজিং না হওয়া ও তার গভীরতা কমে যাওয়াটা বন্যার একটি গুরুত্বপূর্ণ পয়েন্ট।  এবার সেই ড্রেজিংয়ের কাজে উচ্চপর্যায়ের কমিটি তৈরী করে বন্যা নিয়ন্ত্রণে কেন্দ্রীয় সরকার সদর্থক ভূমিকা নেবে বলে জানান কেন্দ্রীয় জল সম্পদ উন্নয়ন প্রতিমন্ত্রী রাজভূষণ চৌধুরী। তিনি আরো বলেন, এটা আমার আনঅফিশিয়াল পরিদর্শন। আমি দূর্গাপুরে একটা অনুষ্ঠানে এসেছিলাম। সেখানে আমাকে বিধায়ক লক্ষণ ঘোড়ুই বিষয়টি আমাকে জানান। তাই আমি এলাম ও দেখলাম। গোটা বিষয়টি দেখার জন্য  যে কমিটি আছে, তা রাজ্য সরকারের সাথে সমন্বয় রক্ষা করে চলবে বলে জানান কেন্দ্রীয় মন্ত্রী।


দামোদর নদীর নাব্যতা বাড়ানোর দাবি ছিল দীর্ঘদিনের। রাজ্য না কেন্দ্র ড্রেজিং কে করবে তা নিয়ে ছিলো চাপানওতোরও।
এবার কেন্দ্রীয় জলসম্পদ প্রতিমন্ত্রী রাজভূষণ চৌধুরী দুর্গাপুর ব্যারেজ পরিদর্শন করে বলেন , রাজনীতি নয়। এবার মানুষের স্বার্থে রাজনীতির উর্ধে উঠে কাজ করুক রাজ্য সরকার। মমতা বন্দ্যোপাধ্যায় সবকিছুতেই রাজনীতি করেন।
এদিকে, দুর্গাপুর পশ্চিমের বিজেপি বিধায়ক লক্ষণ  ঘড়ুই বলেন, রাজ্য সরকার দুর্গাপুর ব্যারেজ ও দামোদর নদী নিয়ে উদাসীন। আর তার জন্য প্রতি বর্ষায় বা অতি বৃষ্টিতে মানুষের দুর্ভোগ বাড়ে।
তিনি আরো বলেন, আমি এদিন কেন্দ্রীয় প্রতিমন্ত্রীকে গোটা বিষয়টি বলছিলাম। তাই তিনি আসেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *