BARABANI-SALANPUR-CHITTARANJAN

রিফ্রাক্টরি ম্যানুফ্যাকচার অ্যাসোসিয়েশন পক্ষ থেকে সম্বর্ধনা সভা

বেঙ্গল মিরর,, মনোজ শর্মা : রিফ্রাক্টরি ম্যানুফ্যাকচার অ্যাসোসিয়েশন পক্ষ  থেকে আজ সালানপুর ব্লকের আংগারিয়া বঙ্গভূমি ক্লাস্টার অফ  রিফ্রাক্টরিকমন ফ্যাক্টরিতে হয়ে গেল সম্বর্ধনা সভায় যেখানে বারাবনির বিধায়ক বিধান উপাধ্যায় আর কুলটির প্রাক্তন বিধায়ক উজ্জ্বল চট্টোপাধ্যায় সম্বর্ধনা দেওয়া হল কিন্তু অনিবার্য কারণে মন্ত্রী ও উজ্জ্বল চট্টোপাধ্যায় এই অনুষ্ঠানে আসতে পারিনি রিফ্রাক্টরি পক্ষ থেকে উপস্থিত ছিলেন অশোক চক্রবর্তী,অলক পাল,জগন্নাথ মাঝি, বিপি ভালোনিয়া।

Leave a Reply