বারাবনিতে নেতা একটাই ছিলো এখন রয়েছে তোলাবাজ : শুভেন্দু অধিকারী
বেঙ্গল মিরর, কাজল মিত্র :-বারাবনির নুনি মোড় ত্রিনয়নী কালীপূজার উদ্বোধন করলেন পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।এদিন উদ্বোধনের পর তিনি মঞ্চে বক্তব্য রাখতে গিয়ে বলেন বারাবনিতে ছোট – ছোট অনেক মুখ্যমন্ত্রী আছে। নেতা বারাবনিতে একটাই ছিলো স্বর্গীয় মানিক উপাধ্যায়। এখন যারা রয়েছেন তারা তোলাবাজ। এখানকার শাসক দলের ব্লক সভাপতির জন্মদিন পালন হয় বারাবনি থানায়। ওসি ব্লক সভাপতিকে কেক মিষ্টি খাওয়ায়। তাই তিনি একজোট হয়ে লড়াইয়ের ময়দানে নামতে বলেন।
তবে এই প্রসঙ্গে বারাবনি ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি অসিত সিংহ বলেন সব টাই মিথ্যা জন্মদিন ৫০ জায়গায় পালন করা হয়েছে। তবে থানায় কোনো জন্ম দিন পালন করা হয়নি। তবে সোশ্যাল মিডিয়ায় একটা ছবি ভাইরাল হয়। যাতে দেখা যাচ্ছে বারাবনি ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতির জন্মদিন কেক কেঁটে পালন করছে বারাবনি থানার ভারপ্রাপ্ত আধিকারিক। আর এই নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক বিতর্ক।