আসানসোলে টোটো রুট নিয়ে পুরনিগমে উচ্চ পর্যায়ের বৈঠক
টোটো পরিস্থিতি জানতে পশ্চিম বর্ধমানের জেলাশাসককে চিঠি পরিবহন দপ্তরের
বেঙ্গল মিরর, আসানসোল, রাজা বন্দোপাধ্যায় ও সৌরদীপ্ত সেনগুপ্তঃ ( Asansol Toto News ) পশ্চিম বর্ধমান জেলায় এই মুহুর্তে টোটোর পরিস্থিতি কি, তা জানতে জেলাশাসক এস পোন্নাবলমকে চিঠি পাঠালো রাজ্য পরিবহন দপ্তর। তারপরই নড়েচড়ে বসলো জেলা প্রশাসন। আসানসোল শহর সহ আসানসোল পুরনিগম এলাকায় টোটো চলাচলের রুট সহ একাধিক বিষয় নিয়ে মঙ্গলবার সকালে জেলাশাসকের নির্দেশে আসানসোল পুরনিগমের আলোচনা হলে পুরনিগম, পুলিশ ও প্রশাসনিক স্তরে একটি উচ্চ পর্যায়ের বৈঠক হয়। আসানসোল পুরনিগমের মেয়র বিধান উপাধ্যায়ের উপস্থিতিতে এই বৈঠকটি হয়। বৈঠকে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন আসানসোলের মহকুমাশাসক (সদর) বিশ্বজিৎ ভট্টাচার্য, চেয়ারম্যান অমরনাথ চট্টোপাধ্যায়, দুই ডেপুটি মেয়র অভিজিৎ ঘটক ও ওয়াসিমুল হক, মেয়র পারিষদ গুরুদাস ওরফে রকেট চট্টোপাধ্যায়, আসানসোল দূর্গাপুর পুলিশের এডিসিপি( ট্রাফিক) প্রদীপ মন্ডল ও আরটিও।
পরে মেয়র বিধান উপাধ্যায় বলেন, আসানসোলে টোটোর রুট সহ একাধিক বিষয় নিয়ে একটি গুরুত্বপূর্ণ বৈঠক করা হয়েছে। সেখানে আমরা ছাড়াও উপস্থিত ছিলেন পুলিশ ও প্রশাসনের আধিকারিকরা। কিছু দিন আগে জেলাশাসকের কাছে টোটো নিয়ে চিঠি পাঠানো হয়েছে পরিবহন দপ্তরের তরফে। আসানসোল শহর সহ পুর এলাকা রানিগঞ্জ, জামুড়িয়া ও কুলটিতে টোটোর রুট ও এই মুহুর্তে কত টোটো চলে তা জানতে চাওয়া হয়েছে। সেই মতো এই বৈঠকে রুট নিয়ে আলোচনা হয়েছে । এছাড়াও টোটোর সংখ্যা সম্পর্কে যে তথ্য চাওয়া হয়েছে তা নিয়েও আলোচনা করা হয়েছে। পুলিশ গোটা বিষয়টি দেখছে। তারাই রুট ও টোটোর সংখ্যা জানাতে সমীক্ষা করবে। তারা সবকিছু দেবে। তারপর আবার বৈঠক করা হবে।
এছাড়াও এদিনের বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল যে কোন নাবালক বা ১৮ বছরের নিচে কাউকে টোটো চালানোর অনুমতি দেওয়া হবে না। সব কিছু নিয়মানুযায়ী করতে হবে। টোটোর রেজিস্ট্রেশন প্রক্রিয়াও খুব শীঘ্রই শুরু হবে বলে জানান তিনি। এদিনের বৈঠকে পুলিশের তরফে হটন রোড, জিটি রোড ও এসবি গড়াই রোডকে যানজট মুক্ত করার জন্য টোটো চলতে না দেওয়ার জন্য পুলিশের তরফে প্রস্তাব দেওয়া হয়েছে।
জেলা প্রশাসনের আধিকারিক বলেন, এদিন আসানসোল পুরনিগম এলাকা নিয়ে বৈঠক করা হয়েছে। এই রকম বৈঠক জেলার ব্লক স্তরেও করা হবে।
Asansol bus stand theke mohisila, barakar hoai kalnaneswari, barakar hoai dishergarh bus chalu hok. Na hole auto Toto ja parche bhara nai thake o samaier o thik nei.