DURGAPUR

কালীপুজোর দিনেও কর্তব্যে অটল দুর্গাপুর এনটিএস থানার পুলিশ

বেঙ্গল মিরর, চরণ মুখার্জি, দুর্গাপুর :   কালীপুজোর দিনেও কর্তব্যে অটল, আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের দুর্গাপুর এনটিএস থানার পুলিশ। বৃহস্পতিবার কালীপুজোর উদ্বোধন পর্বে অনুষ্ঠান মঞ্চে হাজির হয়ে, কালীপুজোর ফিতে কেটে, প্রদীপ জ্বালিয়ে কমিশনারেটের ডিসিপি ইস্ট আইপিএস অভিষেক গুপ্তা , এসিপি দুর্গাপুর সুবীর রায় ও দুর্গাপুরের সার্কেল ইন্সপেক্টর রণবীর বাগ, পুজোর উদ্বোধন পর্ব সেরে ফিরিয়ে দিলেন বছরের বিভিন্ন সময়ে নানান ভাবে খোয়া যাওয়া ৩৫ টি মোবাইল ফোন। আর তার সাথেই এক ছোটদের সাইকেল ও এক সাইকেললিস্টের সাইকেল উদ্ধার করে তা অনুষ্ঠান মঞ্চের মধ্যে তুলে দিলেন প্রবীণ ও খুদে সদস্যকে।

একই সাথে প্রায় এক লক্ষ টাকার বেশি সাইবার প্রতারণার টাকা, সাইবার অপরাধীদের কাছ থেকে প্রযুক্তি ব্যবহার করে ছিনিয়ে নিয়ে, আবারও যে সকল গ্রাহকদের একাউন্ট থেকে সেই টাকা হাতিয়ে নেওয়া হয়েছিল, সে সকল গ্রাহকদের হাতে তুলে দেওয়ার উদ্যোগ নিলেন তারা । আর এ সকলের সাথেই বসন পরো মা অনুষ্ঠানের মধ্যে দিয়ে, প্রায় ১০০ জন মহিলাদের শাড়ি প্রদান করলেন, পাশাপাশি পুরুষদের পাঞ্জাবিও প্রদান করলেন পুলিশ আধিকারিকেরা।

সমগ্র এই কর্মসূচিকে বাস্তবায়িত করার লক্ষ্যে, বিশেষভাবে উদ্যোগ গ্রহণ করেন, এনটিএস থানার ওসি মানব ঘোষ, বিধান নগর ফাঁড়ির আইসি এসকে রিয়াজউদ্দিন সহ অসংখ্য পুলিশ কর্মীবৃন্দ। এদিনের এই অনুষ্ঠান মঞ্চে হাজির হয়ে ডিসিপি ইস্ট অভিষেক গুপ্তা, সমাজকে নেশা মুক্ত করার আহ্বান জানান, আর সে লক্ষ্যেই তিনি এদিন অনুষ্ঠানে হাজির অসংখ্য মানুষজনদের, এলাকার মাদকাসক্ত যুবক-যুবতী দের খোঁজ দিতে বলেন অনুষ্ঠান মঞ্চে। তিনি তার বক্তব্যে দাবি করেন ইতিমধ্যেই মাদক সেবন থেকে বিরত করে, অনেকেই নেশামুক্তি কেন্দ্রে নিয়ে গিয়ে আবার সুস্থ স্বাভাবিক জীবন যাপনে ফিরিয়ে দিতে উদ্যোগ গ্রহণ করেছে পুলিশ। ইতিমধ্যেই ১৫ জন এমন সদস্যকে নেশা মুক্ত করার জন্য সচেষ্ট হয়েছে তারা। নেশাগ্রস্ত মানুষজন আবার তাদের স্বাভাবিক জীবন ছন্দে ফিরে গেছে। তাই নেশাগ্রস্ত কোন সদস্যকেই লক্ষ্য করলে সে সম্পর্কে পুলিশ প্রশাসনকে খবর দেওয়ার অনুরোধ জানান ডিসিপি। এদিনের এই সামগ্রী কর্মকাণ্ডের পরই, নানান সংস্কৃতিক অনুষ্ঠান কর্মসূচি সম্পন্ন হয় থানা চত্বরে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *