PANDESWAR-ANDAL

তৃণমূল নেতার গলা জড়িয়ে চটুল নাচ এক নর্তকীর, ভিডিও ভাইরাল

ছবি ভাইরাল হতেই তোলপাড় জেলার রাজনীতি, অন্যায় নেই সাফাই জেলা তৃণমূল নেতৃত্বের, বাংলার সংস্কৃতিকে নস্ট করছে তৃণমূল পাল্টা তোপ বিজেপির

বেঙ্গল মিরর, চরণ মুখার্জি, পাণ্ডবেশ্বর : একটি ভিডিও ভাইরাল, যে ভিডিও তে দেখা যাচ্ছে পান্ডবেশ্বর ব্লকের তৃণমূল নেতা তথা পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ সন্তোষ পাসওয়ান এক মায়াবী তরুণীর সাথে নাচে মশগুল। এক তৃণমূল নেতা কিনা নাচে মশগুল??? যাকে ঘিরে ব্যাপক বিতর্ক খনি অঞ্চলে। দিন কয়েক আগে হোলির এক অনুস্থান ছিল পান্ডবেশ্বর ব্লকে, আর যেখানে এক অনুষ্ঠানে এক তরুণী গলা জড়িয়ে নাচছে সন্তোষ পাসওয়ানকে নিয়ে।

এর মধ্যে কোনো অন্যায় নেই, নাচেনও নি তিনি সবটাই বিরোধীদের নোংরা চক্রান্ত, পান্ডবেশ্বর ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি কিরীটি মুখার্জির জবাব, সন্তোষ পাসওয়ান কোনো নোংরা আচরণ করেনি, বিরোধীরা নোংরা রাজনীতি করছে। শুধু শিক্ষা চুরি চাকরি চুরি নয় তৃণমূল শাসনে এই বাংলার সংস্কৃতিকেও নস্ট করছে তৃণমূল পাল্টা তোপ বিজেপি নেতা জিতেন চ্যাটার্জীর।

এই ভিডিওটির সত্যতা যাচাই করেনি বেঙ্গল মিরর।

Leave a Reply