আসানসোলে দুঃসাহসিক চুরি, তালা ভেঙে নগদ সহ লক্ষাধিক টাকার গয়না চুরি
বেঙ্গল মিরর, আসানসোল, রাজা বন্দ্যোপাধ্যায়ঃ* আসানসোলে গৃহস্থের বাড়িতে আবারও দুঃসাহসিক চুরির ঘটনা ঘটলো। এবার এই চুরির ঘটনা ঘটলো রবিবার ভাইফোঁটার দিন গভীর রাতে। আসানসোল দক্ষিণ থানার পিপির অধীন জগৎডিহি মোড় সংলগ্ন বিবেক প্রসাদের বাড়ির তালা ভেঙে এক লক্ষ নগদ সহ লক্ষাধিক মূল্যের গয়না চুরি করে নিয়ে যায় চোরেরা। ঘটনার খবর পেয়ে আসানসোল দক্ষিণ থানার পিপির পুলিশ সোমবার সকালে ঐ বাড়িতে যান। অভিযোগের ভিত্তিতে পুলিশ তদন্ত শুরু করেছে। জানা গেছে, পুলিশ এই চুরির ঘটনার তদন্তে ঐ বাড়ির আশেপাশের সিসিটিভি ক্যামেরার ফুটেজও সংগ্রহ করেছে। সেই সিসিটিভির ফুটেজে দেখা যাচ্ছে, রবিবার রাত ১টা ১০ মিনিট নাগাদ এক যুবককে বাড়ির পাশ দিয়ে হেঁটে বাড়ির দিকে আসতে দেখা যায়। কিন্তু অন্ধকারের কারণে ঐ যুবকের মুখ ঝাপসা দেখায়। তাই পুলিশ তাকে শনাক্ত করতে অসুবিধায় পড়তে হয়। পুলিশ এই ঘটনার সঙ্গে জড়িত চোর ধরতে এবং চুরি যাওয়া জিনিস উদ্ধারে সব ধরনের চেষ্টা চালিয়ে যাচ্ছে।
ঐ বাড়ির গৃহকর্ত্রী সুনিতা প্রসাদ, তার ছেলে বিবেক প্রসাদ এবং বিবেকের মামা কৈলাশ তিওয়ারি বলেন, ভাইফোঁটার কারণে রবিবার আমরা সবাই বার্নপুরের ধরমপুর গেছিলাম। সোমবার সকালে এক প্রতিবেশী ফোন করে জানান, আমাদের বাড়ির দরজার তালা ভাঙা ও দরজা সম্পূর্ণ খোলা রয়েছে। সেই খবর পেয়ে পরিবারের সদস্যরা জগৎডিহিতে নিজেদের বাড়িতে ছুটে আসেন। তারা ঘরে ঢুকে দেখেন আলমারি খোলা অবস্থায় রয়েছে। সবকিছু মেঝেতে ছড়িয়ে-ছিটিয়ে পড়ে আছে। এরপর তারা খোঁজ নিয়ে দেখেন আলমারির ভেতরে রাখা নগদ ১ লক্ষ টাকা সহ সোনার গলার চেন সহ কয়েক লক্ষ টাকার
গয়না নেই। তারা বুঝতে পারেন যে, বাড়িতে কেউ না থাকার সুযোগে চোরেরা রবিবার রাতে সবকিছু লুঠ করেছে।
এই ঘটনার কথা জানাজানি হওয়ার পরে গোটা এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। এলাকার বাসিন্দারা আতঙ্কিত হয়ে পড়েন।
পুলিশের এক আধিকারিক বলেন, ঘটনার তদন্ত শুরু করা হয়েছে।