কলিয়ারীর কাজ বন্ধ করে বিক্ষোভ দেখাল গ্রামের বাসিন্দারা
বেঙ্গল মিরর, কাজল মিত্র :- বৃহস্পতিবার সকাল থেকেই
ডাবর কলিয়ারী কাজ বন্ধ করে বিক্ষোভ দেখাল সামডি গ্রামের বাসিন্দারা।
তাদের মূলত দাবি যে তাদের যে সামডি গ্রামের শ্মশান রয়েছে সেই শ্মশানকে ইসি এল কর্তৃপক্ষ নষ্ট করে দিতে চাইছে। এবং সেখান থেকে কয়লা উত্তোলন করতে চাইছে। যার ফলে সামডি গ্রামের একমাত্র শ্মশান টি । সেই গ্রামের বাসিন্দারা দীর্ঘদিন ধরে সেখানেই মৃত দেহ সৎকার এর কাজ করে আসছে ।আর সেই শ্মশানটি ইসিএল কর্তৃপক্ষ নিতে চাইলে সামডি গ্রামের বাসিন্দারা কোনোমতেই হতে দেবে না। তাদের দাবি সেই শ্মশান যদি ভেঙে দেওয়া হয় বা নষ্ট করে দেওয়া হয়। তাহলে তাদের পুনর্বাসন দিতে হবে।নচেৎ সেই শ্মশানকে নষ্ট করে কোরিয়ারি কর্তৃপক্ষকে কয়লা উত্তোলন করতে দেবে না ।
আর তার জন্যই তারা আজকে সকাল থেকেই ডাবর কোলেরির কাজ বন্ধ করে বিক্ষোভ দেখাতে থাকে। তারা জানান বারংবার ইসিএল প্রশাসন এর উচ্চতম আধিকারিক কে জানিও কোন লাভ হয়নি তারপরও ইসিএল কর্তৃপক্ষ সামডি গ্রামের বাসিন্দাদের না জানিয়ে শ্মশান এর জায়গা কেটে কয়লা উত্তোলন এর কাজে ব্যবহৃত করছে।
এদিন সামডি গ্রামের শতাধিক মানুষ সামডি শ্মশান সংলগ্ন কোলিয়ারিতে এসে কোলিয়ারির কাজ বন্ধ করে দেয়। তবে ইসিএল এর তরফে কোন আধিকারিক ঘটনাস্থলে পৌঁছায়নি।এবং তাদের কোন প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
এদিন সামনে গ্রামে সমাজসেবী স্বপন মন্ডল জানান তারা এর আগে দুইবার লিখিত আকারে ইসিযএল কর্তৃপক্ষকে দেওয়া হয়েছিল । কিন্তু তবুও জোরজবস্তি ইসিএল এই শ্মশানটিকে কেটে নিতে চাইছে। তাদের দাবি যতক্ষণ না মানা হবে কাজ বন্ধ থাকবে।