নির্মাণের এক মাস পরেই বেহাল রাস্তায় দীর্ঘক্ষণ অবরোধ
বেঙ্গল মিরর, চরণ মুখার্জী, রানীগঞ্জ : বিক্ষোভকারীদের কেউ জানে না, কার দুর্ঘটনায় মৃত্যু হয়েছে, কেউ জানে না মৃতের পরিবার-পরিজনদের। তারপরও এলাকার মানুষজন বারংবার এলাকায় দুর্ঘটনার ঘটনা, লক্ষ্য করে এবার রাগে ক্ষোভে, বারংবার দুর্ঘটনার ঘটনা রাস্তার সঠিকভাবে নির্মাণ না হওয়ার কারণে হয়েছে বলে অভিযোগ তুলে, শুক্রবার সকাল ১১ টা থেকে তাদের বিক্ষোভ কর্মসূচি চালিয়ে যাই। ঘটনাটি জামুড়িয়া থানা এলাকার বিজপুর অঞ্চলে ঘটে এই ঘটনা। এই ঘটনার জেরে সকাল ১১ টা থেকে চলছে রাস্তা অবরোধ করে বিক্ষোভ।
স্থানীয়দের একটাই দাবি রাত্রি হলেই এই রাস্তা দিয়ে বড় বড় সব গাড়ি যাতায়াতের ফলে বেহাল হয়ে গিয়েছে রাস্তা, আর তার সাথেই তাদের দাবি, কয়েকদিন আগেই এই রাস্তা নির্মাণ হলেও সঠিক পদ্ধতি না, মেনে শুধু মাত্র উচ্চতা বাড়িয়ে, রাস্তা তৈরির সঠিক সামগ্রী ব্যবহার না করেই, রাস্তা তৈরি করে দেওয়ায়, দুর্ভোগে পড়তে হচ্ছে এলাকাবাসীদের। তাদের দাবি রাস্তা তৈরীর সময় থেকেই রাস্তার বেহাল অবস্থা হয়েছে। রাস্তার বিস্তীর্ণ অংশে খানাখন্দে ভরে গিয়েছে, যার ফলে দুর্ঘটনা এখানে নিত্যনৈমিত্তিক বিষয় হয়ে দাঁড়িয়েছে।
উল্লেখ্য গত কয়েকদিন আগেই এই এলাকাতেই স্থানীয় বাউরী পাড়ার এক ব্যক্তির মৃত্যুর ঘটনা ঘটে, সেই সময় ওই ব্যক্তির মৃত্যুর পর তার দেহ রাস্তার মাঝে রেখে দুর্গাপুজোর বিসর্জনের দিন রানীগঞ্জ থেকে জামুড়িয়া যাওয়ার এই রাস্তা কে অবরুদ্ধ করে, বিক্ষোভ দেখায় এলাকাবাসী, এবার রানীগঞ্জের এক বাসিন্দা দুর্ঘটনার কবলে পড়ার খবর পেয়ে বিজপুর এলাকার কয়েকশো বাসিন্দা শুক্রবার এগারোটা থেকেই তাদের এই বিক্ষোভ আন্দোলন চালিয়ে যাচ্ছে পুলিশ প্রশাসন এই বিষয়ে খবর পেয়ে ঘটনাস্থলে গেলেও এলাকাবাসীদের দাবি যতদিন না এই রাস্তা সঠিকভাবে মেরামত করে আবারো চলাচলের উপযোগী করা হচ্ছে তা নিয়ে ব্যবস্থা গ্রহণের প্রতিশ্রুতি না মেলে ততক্ষণ পর্যন্ত তারা তাদের এই আন্দোলন চালিয়ে যাবেন।
বিক্ষোভকারীদের দাবি নিম্নমানের সামগ্রী ব্যবহার করে এই রাস্তা তৈরি হওয়ার কারণে রাস্তার বেহাল অবস্থা রয়েছে দিকে দিকে খানাখন্দে পূর্ণ হয়েছে আর তার সাথে শিল্পতালুক এলাকার সমস্ত ভারী যানবাহন কোন সুনির্দিষ্ট সময়ে না চলাচল করায় দুর্ঘটনার ঘটনাও ঘটছে বারংবার। তাই রাত্রি দশটার পর পণ্যবাহী দান চলাচল করতে পারবে ও রাস্তা সঠিকভাবে গড়ে তুলতে হবে এই দাবিতেই তারা এখন তাদের বিক্ষোভ আন্দোলন চালিয়ে যাচ্ছেন। এ মুহূর্তে রানীগঞ্জ জামুরিয়া যাওয়ার এই রাস্তা অবরুদ্ধ হয়ে থাকায় দুই প্রান্তে বহু যানবাহন আটকে রয়েছে। পুলিশ প্রশাসন ঘটলাস্থলে পৌঁছে বিক্ষোভকারীদের সঙ্গে সমস্যার সমাধানের জন্য উদ্যোগ নেওয়ার কথাবার্তা চালাচ্ছেন।