আসানসোলে পুকুর থেকে নিখোঁজ যুবকের দেহ উদ্ধার, এলাকায় চাঞ্চল্য
বেঙ্গল মিরর, আসানসোল,রাজা বন্দোপাধ্যায়ঃ ছট পুজোর ঠিক পরেই শনিবার সকালে আসানসোল শহরে একটি পুকুর থেকে নিখোঁজ এক যুবকের মৃতদেহ উদ্ধার হলো। এই ঘটনাকে কেন্দ্র করে আসানসোল পুরনিগমের ৪৫ নং ওয়ার্ডে বাজার লাগোয়া পদ্ম তলাও এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। আসানসোল দক্ষিণ থানার পদ্ম তলাও ডোমপাড়ার বাসিন্দা মৃত যুবকের নাম কানাইয়া ডোম (৩৬)। খবর পেয়ে ৪৫ নং ওয়ার্ডের কাউন্সিলর উদয় রায় এলাকায় আসেন। আসে আসানসোল দক্ষিণ থানার পুলিশ। এলাকার বাসিন্দাদের সাহায্যে পুলিশ পুকুর ( পদ্ম তলাও) থেকে ঐ যুবকের মৃতদেহ উদ্ধার করে তা ময়নাতদন্তের জন্য আসানসোল জেলা হাসপাতালে নিয়ে যায়।
আসানসোল শহরে এই পদ্ম তলাও এলাকা গত দুদিন ধরে ছট পুজোকে কেন্দ্র করে জমজমাট ছিলো। প্রচুর লোকের ভিড় হয়েছিলো এই এলাকায়। তার রেশ কাটতে না কাটতেই পদ্ম তলাও লাগোয়া ডোমপাড়ার বাসিন্দা যুবকের মৃতদেহ উদ্ধার হওয়ায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।
জানা গেছে, এদিন সকালে পদ্ম তলাও এলাকার বাসিন্দারা পুকুরের জলে এক যুবকের মৃতদেহ ভাসতে দেখেন। পরে জানা যায়, ঐ মৃতদেহ পাশের ডোমপাড়ার বাসিন্দা কানাইয়া ডোমের। খবর পেয়ে যুবকের পরিবারের সদস্যরা ছুটে আসেন।
এই প্রসঙ্গে কাউন্সিলর উদয় রায় বলেন, যতদূর জানতে পেরেছি ঐ যুবক শুক্রবার থেকে নিখোঁজ ছিলেন। পরিবারের সদস্যরা তার খোঁজ করছিলেন। কিন্তু তাকে কোথাও পাওয়া যায় নি। এদিন পুকুর থেকে নিখোঁজ সেই যুবকের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে নিয়ে গেছে।
কাউন্সিলারের মতে, ঐ যুবক কোনভাবে পুকুরের জলে পড়ে ডুবে যান। কেউ তাকে দেখতে পায়নি।
প্রাথমিক তদন্তের পরে পুলিশের অনুমান, কোনভাবে শুক্রবার এই যুবক পুকুরের জলে পড়ে ডুবে যায় ও পরে তার মৃত্যু হয়। দেহের ময়নাতদন্ত করা হয়েছে। তার রিপোর্ট পেলেই জানা যাবে ঠিক কি করে এই মৃত্যু হয়েছে। এই ঘটনায় একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা করা হয়েছে পুলিশের তরফে।