বিধান স্মৃতি শিক্ষা নিকেতন বিদ্যালয়ের বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান ও মিলনমেলা
বেঙ্গল মিরর, আসানসোল : বিধান স্মৃতি শিক্ষা নিকেতন ( উঃ মা ),ডামরা, পশ্চিম বর্ধমান। প্রতি বছরের মতো এ বছরেও বিদ্যালয়ের বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান ও মিলনমেলা অনুষ্ঠিত হয়।সকল শিক্ষক-শিক্ষিকা,শিক্ষাকর্মী এবং বিদ্যালয়ের পরিচালন সমিতির সদস্য , ছাত্র ছাত্রী ও অভিভাবক অভিভাবিক , এলাকার অগণিত বিশিষ্ট মানুষ ও দর্শকসাধারণের
উপস্থিতিতে এই মহতী অনুষ্ঠান প্রদীপ প্রজ্বলেনের মাধ্যমে উদ্বোধন করেন রাণীগঞ্জের বিধায়ক মাননীয় শ্রী তাপস বন্দ্যোপাধ্যায় মহাশয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পরিচালন সমিতির সভাপতি শ্রী বাদল মিশ্র মহাশয়। এছাড়াও উপস্থিত ছিলেন এলাকার বিভিন্ন বিদ্যালয় থেকে আগত মাননীয় শিক্ষক -ও শিক্ষিকাবৃন্দ।
বিধায়ক তাঁর সংক্ষিপ্ত ভাষণে বিদ্যালয়ের দৈনন্দিন পঠন পাঠন দায়বদ্ধতার সাথে চালানোর পাশাপাশি মানব সম্পদের সঠিক ব্যবহার , সুষ্ঠ , পুষ্টিকর মিড ডে মিল পরিচালনা, বৃক্ষরোপণ , রক্তদান শিবির প্রভৃতি নানারকম সামাজিক কাজকর্মেও বিদ্যালয়ের ভূমিকার ভূয়সী প্রশংসা করেন । ছাত্রছাত্রী ও শিক্ষক শিক্ষিকা দের সক্রিয় অংশগ্রহণে আবৃত্তি , গান , নৃত্য , শুতিনাটক ইত্যাদি উপস্থিত দর্শক – শ্রোতাদের দুর্দান্ত মনোরঞ্জন করে । এছাড়াও মাইকেল মধুসূদন দত্তের ২০০বছর , কাজী নজরুল ইসলাম ও জীবনানন্দ দাসের ১২৫ বছর , সঙ্গীতকার ও গীতিকার সলিল চৌধুরীর ১০০ বছর জন্মবার্ষিকী উপলক্ষে বিদ্যালয় কর্তৃপক্ষ বিশেষ অনুষ্ঠানের আয়োজন করেন । স্বাগত ভাষণ দেন বিদ্যালয় প্রধান শ্রী সুমিত রায় মহাশয় ।
অনুষ্ঠানটি সুচারুরূপে ,অতীব দক্ষতার সাথে পরিচালনা করেন বিদ্যালয়ের দুই শিক্ষক মাননীয় শ্রী তাপস ভট্টচার্য ও শ্রী শান্তকুমার সোরেন মহাশয়। গ্রামবাসিদের সাথে কথা বলে জানা যায় যে,মূলত: প্রথম প্রজন্ম ও অর্থনৈতিক ভাবে দুর্বল সমাজ থেকে উঠে আসা পড়ুয়াদের নিয়ে এই সাংস্কৃতিক কর্মকাণ্ড এলাকার মানুষের মধ্যে ব্যাপক সাড়া ফেলে ও তারা বিদ্যালয়ের এই বহুমুখী অবদান কে কুর্নিশ জানান ।