ASANSOL

আসানসোলে শুরু ” রাষ্ট্রীয় আর্ট ক্রাফট এক্সপো ২০২৪”, উদ্বোধনে মেয়র পারিষদ

বেঙ্গল মিরর, আসানসোল, রাজা বন্দোপাধ্যায়ঃ আসানসোল পুরনিগমের মেয়র পারিষদ গুরুদাস ওরফে রকেট চট্টোপাধ্যায় শনিবার সন্ধ্যায় এক অনুষ্ঠানে আসানসোলের পোলো গ্রাউন্ডে ” রাষ্ট্রীয় আর্ট ও ক্রাফট এক্সপো ২০২৪ ‘র উদ্বোধন করেন। ভারতের বিভিন্ন রাজ্য থেকে আসা হ্যান্ডলুম ও হস্তশিল্পের এক লক্ষেরও বেশি অনন্য সামগ্রী এই এক্সপোতে প্রদর্শিত হয়েছে। বিশেষ আকর্ষণ হিসাবে, হ্যান্ডলুম সামগ্রী কেনাকাটায় ২০% ছাড়ও পাওয়া যাবে আয়োজনকারীদের তরফে বলা হয়েছে।

এইএক্সপোর আয়োজক রাজনীশ যাদব বলেন, এই প্রদর্শনীর মাধ্যমে ভারতের ঐতিহ্যবাহী হ্যান্ডলুম কাপড় সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করা হচ্ছে। এখানে শীতের পোশাক ও বিয়ের মরসুমের জন্য বিভিন্ন ধরনের কাপড়ও পাওয়া যাবে। প্রতিদিন সকাল দশটা থেকে শুরু হয়ে এই এক্সপো চলবে রাত সাড়ে দশটা পর্যন্ত ।

উদ্বোধনী অনুষ্ঠানে গুরুদাস ওরফে রকেট চট্টোপাধ্যায় বলেন, আসানসোলের জন্য এটি একটি বড় সুযোগ। কারণ ভারতের বিভিন্ন রাজ্যের ব্যবসায়ীরা এখানে এসেছেন। এটি আসানসোলের অর্থনৈতিক উন্নয়নে নতুন গতি এনে দেবে। আমি সবাইকে এই এক্সপোতে এসে কেনাকাটা করার আহ্বান জানাই।এই এক্সপোতে পাঞ্জাবের আকর্ষণীয় শাল, কাশ্মীরি উলের পোশাক সহ বিভিন্ন ধরনের সামগ্রী প্রদর্শিত হয়েছে। এছাড়া, এখানে হস্তশিল্পের নানা ধরনের শো-পিস এবং ঘরোয়া সামগ্রীও কেনার সুযোগ রয়েছে।উদ্যোক্তারা মনে করছেন, এই প্রদর্শনী স্থানীয় ব্যবসা এবং পর্যটন শিল্পের উপর ইতিবাচক প্রভাব ফেলবে। এক্সপোটি শুধু কেনাকাটার ক্ষেত্রেই নয়, ভারতীয় সংস্কৃতি ও ঐতিহ্যের প্রদর্শন হিসেবেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *