নদীর ধারেই গ্রাম বাসীরা পাচ্ছে না দীর্ঘ দু মাস ধরে জল, উপপ্রধান কে ঘিরে বিক্ষোভ
বেঙ্গল মিরর, চরণ মুখার্জি, রানীগঞ্জ : নদীর ধারেই গ্রাম বাসীরা পাচ্ছে না দীর্ঘ দু মাস ধরে জল, শনিবার এই দাবিতেই আরো এক দফায় রানীগঞ্জের বল্লভপুর গ্রাম পঞ্চায়েতের পঞ্চায়েতের উপপ্রধান কে ঘিরে ধরে বিক্ষোভ দেখালো বল্লভপুরের বেলুনিয়া, নুপুর সহ বেশ কয়েকটি এলাকার কয়েকশো বাসিন্দা। এদিন তারা দশ মিনিট ধরে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখায় পরে পঞ্চায়েতের উপপ্রধান ও পুলিশ প্রশাসন জল সরবরাহের জন্য পিএইচই দপ্তরের সঙ্গে কথা বলে এই সমস্যার স্বীঘ্রই সমাধান করা হবে বলে আশ্বাস দিলে স্বাভাবিক হয় পরিস্থিতি।
জানা গেছে পিএইচই দপ্তরের একটি জল সরবরাহের জলাধার রয়েছে বেলুনিয়া স্বাস্থ্য কেন্দ্রের ভেতরেই ইদানিং সেই জলাধারের মাধ্যমে বাড়ি বাড়ি জলের সংযোগ সেই দল সংযোগের লাইনে জল সরবরাহ করা হচ্ছে। এলাকার বাসিন্দাদের দাবি বাড়ি বাড়ি যে জল সরবরাহের ব্যবস্থা নেওয়া হয়েছে তা দীর্ঘ দুই মাস ধরে একেবারে বন্ধের মুখে রয়েছে এর জেনে কয়েক মুহূর্তে অল্প একটু জল পাইপ লাইনে এসে পড়লেও মুহূর্তে তা বন্ধ হয়ে যায়, যার ফলে ব্যাপক বিপাকে পড়তে হয় এলাকার বাসিন্দাদের, অথচ এই এলাকার ওপর দিয়েই রানীগঞ্জের বিভিন্ন অংশে জল সরবরাহের পাইপলাইন গিয়েছে সেই সকল এলাকায় জল সরবরাহ ও স্বাভাবিক থাকলেও যে এলাকার উপর দিয়ে ।
এই জল সরবরাহের ব্যবস্থা হয়েছে সেই এলাকায় বঞ্চিত রয়েছে কেন, এই দাবি তুলে তারাবি খুব দেখায়। জানা গেছে পিএইচির জল সরবরাহের যে পাইপ লাইন রয়েছে সেই পাইপ লাইন দীর্ঘ 2 মাস ধরে পাইপ লাইনের উপরে দিয়ে জল বয়ে যাওয়ার কারণে জল সরবরাহ স্বাভাবিক করা যায়নি যার ফলে ব্যাপক দুর্ভোগে পড়তে হয়েছে এলাকাবাসী কে এ বিষয়ের প্রেক্ষিতেই জলের ওভারহেড ট্যাংকে জল সঠিক পরিমাণে এসে না পৌঁছো নই অল্পমাত্রায় জল আসায় জল সরবরাহ স্বাভাবিক করা যায়নি বলেই জানিয়েছেন সেখানে কর্মরত জল সরবরাহের দায়িত্বে থাকা কর্মীরা।
পঞ্চায়েতের উপপ্রধান জানিয়েছেন পি এইচ ই দপ্তরের সঙ্গে এ বিষয়ে কথা বলে দ্রুত ব্যবস্থা গ্রহণ করা হবে। সেখানেই পি এইচ ই দপ্তরের ইঞ্জিনিয়ার তৃণা ভাদুড়ি জানিয়েছেন যে সমস্যা গুলির কারণে জল সরবরাহে বাধা আসছিল সেই বাধা গুলিকে দূর করে দ্রুত পাইপলাইন মেরামতের কাজ সম্পন্ন করার পর একদিনের মধ্যেই জল সরবরাহ স্বাভাবিক করা হবে বাড়ানো হবে জল সরবরাহের মাত্রাও।