ASANSOL

আসানসোলে ওয়েষ্ট বেঙ্গল আইসিটি স্কুল কো-অর্ডিনেটর ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের পশ্চিম বর্ধমান জেলার বিজয়া সম্মেলন

বেঙ্গল মিরর, আসানসোল, রাজা বন্দোপাধ্যায়ঃ* ওয়েস্ট বেঙ্গল আইসিটি স্কুল কো-অর্ডিনেটর ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের পশ্চিম বর্ধমান শাখা তরফ থেকে শনিবার আসানসোল রবীন্দ্রভবনে হলো বিজয়া সম্মেলন। সৌহার্দ্য বিনিময় ও মেলবন্ধনের মাধ্যমে সম্পন্ন হওয়া এই বিজয়া সম্মেলনে উপস্থিত ছিলেন জেলার সমস্ত সরকারি ও সরকারি অনুদান প্রাপ্ত স্কুলের আইসিটি কম্পিউটার শিক্ষক ও শিক্ষিকারা।
এদিনের এই সম্মেলনে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এসআই অফ স্কুল তাপস সেন, শিক্ষা রত্নপ্রাপ্ত শিক্ষক সুকুমার রুইদাস, সমাজসেবী পল্লব বন্দোপাধ্যায়, ওয়েস্ট বেঙ্গল আইসিটি স্কুল কোঅর্ডিনেটর ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের পশ্চিম বর্ধমান জেলা সভাপতি রাজীব অধিকারী, জেলা সম্পাদক সনাতন আঁকুড়ে, রাজ্য সম্পদক বিট্টু নন্দী, জামুরিয়া সার্কেলের এসআই। এছাড়াও ছিলেন  মালদা, উত্তর ২৪ পরগনা, পূর্ব বর্ধমান, দক্ষিণ দিনাজপুর, জলপাইগুড়ি, হুগলী ও বীরভূম জেলার প্রতিনিধিরা।


এদিন অ্যাসোসিয়েশনের তরফে অর্ডার কপি যুক্ত একটি বই, তার সাথে বিভিন্ন কম্পিউটার ল্যাবের সাপোর্ট দেওয়ার জন্য একটি টেকনিক্যাল টিম, 
দীর্ঘদিনের দাবি বেতন কাঠামো সহ বেতন বৃদ্ধির জন্য সম্মান জানানো হয় রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও  শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুকে৷ এছাড়াও দাবি পূরণে যারা ওতপ্রোতভাবে যুক্ত ছিলেন তাদেরকেও ধন্যবাদ জানানো হয়।
এদিনর অনুষ্ঠানে আরো একটি উদ্যোগ নেওয়া হয়।  যা হলো সবুজায়ন এবং বৃক্ষরোপনের মাধ্যমে সবুজায়নের সূচনা। যে কারণে এদিন সকলের হাতে ছোট ছোট গাছ তুলে দেওয়া হয়।


মঞ্চের উপস্থিত ছিলেন সা রে গা মা পা খ্যাত সায়ক বন্দোপাধ্যায় ও বর্ণা চট্টোপাধ্যায়।
এর সাথে আগামী দিনে কম্পিউটার বিষয়কে সিলেবাসের অন্তর্ভুক্তকরণ ও সমস্ত আইসিটি কম্পিউটার শিক্ষকদের কন্ট্যাকচুয়াল বা চুক্তি ভিত্তিক পদ থেকে সরাসরি সরকারিকরণের আবেদন এদিনের মঞ্চ করা হয়।
স্বরূপ পানের বক্তব্যের মাধ্যমে এদিনের অনুষ্ঠান শেষ হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *