KULTI-BARAKAR

কুলটি সেল গ্রোথ ওয়ার্কসে দুই যুবককে পিটিয়ে মারার ঘটনা, গ্রেফতার সিআইএসএফের দুই কনস্টেবল

বেঙ্গল মিরর, কুলটি, রাজা বন্দোপাধ্যায় ও দেব ভট্টাচার্যঃ পশ্চিম বর্ধমান জেলার আসানসোলের কুলটি সেল গ্রোথ ওয়ার্কস কারখানায় চুরি করতে ঢোকা দুই যুবককে পিটিয়ে মারার অভিযোগ উঠেছিলো সিআইএসএফের বিরুদ্ধে। সেই ঘটনায় প্রায় আড়াই মাস পরে শুক্রবার সন্ধ্যায় কুলটি থানার পুলিশ জড়িত সন্দেহে গ্রেফতার করলো সিআইএসএফের দুই কনস্টেবলকে। ধৃতদের নাম হলো বি নরসিংহ রেড্ডি ও কে জয়কৃষ্ণ। এর মধ্যে বি নরসিংহ রেড্ডি হেড কনস্টেবল পদে কর্মরত ছিলেন। অন্যজন সাধারণ কনস্টেবল। এই দুজন ছাড়াও আরো কয়েকজন সিআইএসএফ জওয়ান ঘটনার দিন রাতে কর্মরত ছিলেন। তাদের বিরুদ্ধেও অভিযোগ রয়েছে।


প্রসঙ্গতঃ, গত ৯ সেপ্টেম্বর সোমবার সকালে কুলটিতে সেল গ্রোথ ওয়ার্কস কারখানার গেটের সামনে রাস্তায় কুলটিরই বাসিন্দা ভিকি রবিদাস ও মহঃ শাহাবুদ্দিন বা লড্ডন নামে দুই যুবককে রক্তাক্ত অবস্থায় পাওয়া যায়। একজনকে আসানসোল জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন। অন্যজন পরে মারা যায়।
দুই যুবকের পরিবারের তরফে অভিযোগ দায়ের করে বলা হয়, কারখানায় রাতে পাহারারত সিআইএসএফ জওয়ানা চোর সন্দেহে তাদেরকে মারধর করেছে। যে কারণে তাদের মৃত্যু হয়েছে। দুই যুবকের পরিবারের পক্ষ থেকে অভিযোগের ভিত্তিতে কুলটি থানার পুলিশ ঘটনার তদন্তে নামে। শেষ পর্যন্ত প্রায় আড়াই মাস পরে শুক্রবার সন্ধ্যায় কুলটি থানার পুলিশ এই ঘটনায় জড়িত সন্দেহে সিআইএসএফের হেড কনস্টেবল বি. নরসিংহ রেড্ডি ও কনস্টেবল কে জয়কৃষ্ণকে গ্রেফতার করে।


শনিবার দুজনকে আসানসোল আদালতে পেশ করে তদন্তের স্বার্থে পুলিশ হেফাজতে নেওয়া হবে বলে কুলটি থানার ইন্সপেক্টর ইনচার্জ কৃষ্ণেন্দু দত এদিন জানিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *