শাস্তির মুখে আসানসোল দূর্গাপুরের আরো এক পুলিশ অফিসার, কম্পালসারি ওয়েটিংয়ে কাঁকসা থানার ইন্সপেক্টর ইনচার্জ
বেঙ্গল মিরর, আসানসোল, রাজা বন্দোপাধ্যায়ঃ* রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কড়া বার্তার পরে থরহরি কম্প পুলিশ মহলে। বিশেষ করে আসানসোল দূর্গাপুর পুলিশ কমিশনারেটের পুলিশ অফিসারদের।
২৪ ঘন্টার ব্যবধানে বলতে গেলে, শাস্তির মুখে পড়লেন আসানসোল দূর্গাপুর পুলিশের আরো এক পুলিশ অফিসার। এবার আসানসোল দূর্গাপুর পুলিশ কমিশনারেটের কাঁকসা থানার ইন্সপেক্টর ইনচার্জ পার্থ ঘোষকে ” অন কম্পালসারি ওয়েটিং বা ওসিডবলু করা হলো। তাকে ডেকে পাঠানো হয়েছে রাজ্য পুলিশের ডিরেক্টরেট আলিপুরের ভবানী ভবনে। এই মর্মে শুক্রবার বিকেলে রাজ্য পুলিশের ডিআইজি / আইজি ল এ্যান্ড অর্ডারের সাক্ষরিত একটি নির্দেশিকা জারি করা হয়েছে। তাতে বলা হয়েছে, এই নির্দেশ যেন ইমিডিয়েটলি কার্যকর করা হয়।
এই প্রসঙ্গে আসানসোল দূর্গাপুর পুলিশের তরফে কোন আধিকারিক কোন মন্তব্য করতে চাননি।
প্রসঙ্গতঃ, বৃহস্পতিবার রাতেই সাসপেন্ড করা হয়েছে বারাবনি থানার ওসি মনোরঞ্জন মন্ডলকে। তাকে পুলিশ লাইনে ক্লোজ করা হয়েছে। তার বিরুদ্ধে সরকারী পদে থেকে কর্তব্যে গাফিলতির অভিযোগ উঠেছে। তবে, কাঁকসা থানার ইন্সপেক্টর ইনচার্জের বিরুদ্ধে কি অভিযোগ, তা পরিষ্কার নয়।