আসানসোলে পুলিশের বড় অ্যাকশন, গ্রেফতার উইলসন
বেঙ্গল মিরর, আসানসোল, রাজা বন্দোপাধ্যায় ও সৌরদীপ্ত সেনগুপ্ত : মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হুঁশিয়ারির পর ফের একবার আসানসোলে ব্যবস্থা নিল পুলিশ। পুকুর ভরাটের অভিযোগে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে আসানসোল উত্তর থানার পুলিশ। গ্রেফতারকৃত ব্যক্তির নাম উইলসন। আসানসোল উত্তর থানা এলাকায় পুকুর ভরাটের অভিযোগের ভিত্তিতে গ্রেফতার করা ব্যক্তিকে শনিবার আসানসোল আদালতে হাজির করা হয়েছে। পুলিশ আদালতে ১৪ দিনের পুলিশ হেফাজতের আবেদন করলে বিচারক ৭ দিনের পুলিশ হেফাজতের আবেদন মঞ্জুর করেন।
এটি উল্লেখযোগ্য যে উইলসনের অনেক বড় নেতার সাথে ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে বলে জানা গেছে। উত্তর থানা এলাকায় তার তরফে বিভিন্ন আবাসিক প্রকল্প করা হয়েছে। বিষয়টি পুকুর ভরাট নিয়ে নাকি এর পেছনে অন্য কোনো গল্প আছে তা আলোচনার বিষয়। বর্তমানে পুলিশের তৎপর পদক্ষেপের পর জনগণ প্রশ্ন তুলতে শুরু করেছে, এরপর কার পালা?