KULTI-BARAKAR

এসটিএফের অভিযান, বিহার থেকে আসা বিপুল পরিমাণ অস্ত্র উদ্ধার, ধৃত দুই

বেঙ্গল মিরর, কুলটি ও আসানসোল, দেব ভট্টাচার্য রাজা বন্দোপাধ্যায়ঃ পাশের রাজ্য বিহার থেকে আসা বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র ও কার্তুজ উদ্ধার করলো রাজ্যে পুলিশের এসটিএফ বা স্পেশাল টাস্ক ফোর্স। শনিবার সন্ধ্যার পরে বাংলা ঝাড়খণ্ড সীমান্ত লাগোয়া পশ্চিম বর্ধমান জেলার আসানসোল দূর্গাপুর পুলিশ কমিশনারেটের কুলটি থানার ১৯ নং জাতীয় সড়কে চৌরঙ্গী মোড়ের কাছে এসটিএফের একটি বিশেষ দল গোপন সূত্রে খবর পেয়ে একটি অভিযান চালায়। তখনই সন্দেহজনক একটি চারচাকা গাড়ি থেকে পাওয়া যায় ১০ টি আগ্নেয়াস্ত্র ও ৫০ রাউন্ডেরও বেশী তাজা কার্তুজ। গ্রেফতার করা হয় দুজনকে। সেই সঙ্গে চারচাকা গাড়িটিকে আটক করা হয়েছে।


একটি সূত্রে জানা গেছে, রাজ্য পুলিশের এসটিএফের উচ্চ পদস্থ আধিকারিকদের কাছে শনিবার সকালের দিকে গোপন সূত্রে খবর আসে যে বিহার থেকে ঝাড়খণ্ড হয়ে বিপুল পরিমাণ অস্ত্র বাংলায় ঢুকছে। সেই মতো এদিন সন্ধ্যের পরে আসানসোল দূর্গাপুর পুলিশ কমিশনারেটের কুলটি থানার সীমান্তবর্তীর জাতীয় সড়কে এসটিএফের আধিকারিকরা গোপনে নজরদারি শুরু করেন। তখন একটি চারচাকা গাড়ি আসছিলো। তাতে চালক সহ দুজন ছিলো। সঙ্গে সঙ্গে গাড়িটিকে আটকানো হয়। এরপর তল্লাশি করে গাড়ি থেকে মেলে আগ্নেয়াস্ত্র ও কার্তুজ। এরপর সেগুলো বাজেয়াপ্ত করা হয়।


আরো জানা গেছে, এই অভিযান নিয়ে রাতেই কুলটি থানায় এসটিএফের তরফে একটি লিখিত অভিযোগ দায়ের করা হবে।
এই প্রসঙ্গে আসানসোল দূর্গাপুর পুলিশের এক আধিকারিক বলেন, এসটিএফের একটি অভিযান কুলটি থানা এলাকায় হয়েছে। তাদের তরফে অভিযোগ দায়ের করার পরে বিস্তারিত জানানো হবে।
প্রসঙ্গতঃ, সম্প্রতি ঘটা একাধিক ঘটনার পরিপ্রেক্ষিতে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ও কলকাতার মেয়র তথা রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম ভিন রাজ্য থেকে অপরাধী ও অস্ত্র বাংলায় ঢোকা নিয়ে সরব হন। দুদিন আগেই মুখ্যমন্ত্রী কলকাতা তথা রাজ্য পুলিশকে আরো সতর্ক হওয়ার নির্দেশ দেন। তারপর গোটা রাজ্য জুড়ে কোমর বেঁধে নামে পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *