আসানসোলে এবার গ্রেফতার দীনেশ গড়াই, এবার কার পালা?
বেঙ্গল মিরর, আসানসোল, সৌরদীপ্ত সেনগুপ্ত ও রাজা বন্দোপাধ্যায় এবার আসানসোলে গ্রেফতার হলেন ব্যবসায়ী দীনেশ গড়াই। শনিবার রাতে তাকে গ্রেফতার করে আসানসোল উত্তর থানার পুলিশ। রবিবার সকালে তাকে আসানসোল আদালতে পুলিশের তরফে পেশ করা হয়েছে। মুখ্যমন্ত্রীর নির্দেশে পুলিশের লাগাতার তৎপরতায় আসানসোল দূর্গাপুর শিল্পাঞ্চলে শোরগোল পড়েছে । জানা গেছে, বৈধর পাশাপাশি একাধিক অবৈধ ব্যবসায় জড়িত এই দীনেশ গড়াই। ঠিক কোন অভিযোগ ও মামলায় তাকে গ্রেফতার করা হলো, তা অবশ্য পুলিশ বিস্তারিত ভাবে জানায়নি ।
জানা গেছে, আসানসোলের উত্তর থানা এলাকার বাসিন্দা এই দীনেশ গড়াইয়ের বিরুদ্ধে বিভিন্ন মামলা রয়েছে। তার বিরুদ্ধে জমি থেকে শুরু করে অন্যান্য ব্যবসা চালানোর অভিযোগ রয়েছে। তিনি অনেক বড় মাপের প্রভাবশালী রাজনৈতিক নেতার ঘনিষ্ঠও বটে।
সম্প্রতি রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশের পর, দুর্গাপুরে তৃণমূল কংগ্রেসের দুই নেতা, তারপরে পুকুর ভরাটের অভিযোগেআসানসোলে উইলসন গ্রেফতার হওয়ার পরে, এবার দীনেশ গড়াই। স্বাভাবিক ভাবেই এখন প্রশ্ন উঠছে, এবার কার পালা? কারে এবার গ্রেফতার করার জন্য পরিকল্পনা নিচ্ছে পুলিশ।