আসানসোল সিবিআই আদালতে সাজা ঘোষণা, ঘুষ নেওয়ার অপরাধে দোষী সাব্যস্ত ব্যাঙ্ক ম্যানেজার
বেঙ্গল মিরর, আসানসোল, রাজা বন্দোপাধ্যায়ঃ পেনশন চালু করে দিতে ৫ হাজার টাকা ঘুষ নেওয়ার অপরাধে দোষী সাব্যস্ত ব্যাঙ্ক ম্যানেজার। ৯ বছরের বেশি সময় পরে সেই মামলায় রায়ে মঙ্গলবার আসানসোল সিবিআই আদালতের বিচারক রাজেশ চক্রবর্তী বীরভূমের সাঁইথিয়ার ইউনিয়ন ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার তৎকালীন ম্যানেজার শরৎ চন্দ্রকে ৪ বছরের সশ্রম কারাদণ্ডের নির্দেশ দেন। একইসাথে বিচারক তার ১০ হাজার টাকা জরিমানা ধার্য করেন। সেই জরিমানা না দিলে বা অনাদায়ে আরো ৩ মাস অতিরিক্ত কারাদণ্ড ভোগ করতে হবে বলে বিচারক এদিনের সাজার নির্দেশে বলেছেন।
সিবিআই সূত্রে জানা গেছে, বীরভূমের সাঁইথিয়ার ইউনিয়ন ব্যাঙ্ক অফ ইন্ডিয়া শাখায় ২০১৫ সালে ম্যানেজার ছিলেন শরৎ চন্দ্র। জনৈক প্রণয় মুখোপাধ্যায় নামে এক ব্যাক্তির কাছ থেকে ব্যাঙ্ক ম্যানেজার ৫ হাজার ঘুষ চেয়েছিলেন। গোটা বিষয়টি তিনি সিবিআইয়ের দূর্নীতি দমন শাখায় যোগাযোগ করে আধিকারিকদের বলেছিলেন। সিবিআইয়ের আধিকারিকরা সেই অভিযোগ মতো ফাঁদ পেতে ২০১৫ সালের ১৩ মে ব্যাঙ্ক ম্যানেজারকে ৫ হাজার টাকা ঘুষ নেওয়ার সময় হাতেনাতে পাকড়াও করে। পরে তাকে গ্রেফতার করা হয়।
জানা গেছে, অভিযোগকারীর বাবা সেনাবাহিনীতে চাকরি করতেন। তিনি মারা যান। নিয়ম মতো তার মৃত্যুর পরে পেনশন পাওয়ার কথা ছিল তার স্ত্রীর। সেই পেনশন চালু করার জন্য অভিযোগকারী প্রণয় মুখোপাধ্যায়ের কাছ থেকে ৫ হাজার টাকা ঘুষ চেয়েছিলেন ব্যাঙ্ক ম্যানেজার শরৎ চন্দ্র। সিবিআই ব্যাঙ্ক ম্যানেজারের বিরুদ্ধে নির্দিষ্ট ধারায় মামলা করে। সেই মামলা গত ৯ বছরের বেশি সময় ধরে আসানসোল সিবিআই আদালতে চলার পরে সাক্ষী ও তথ্য প্রমাণের ভিত্তিতে দোষী সাব্যস্ত হন ব্যাঙ্ক ম্যানেজার। মঙ্গলবার তার সাজা ঘোষণা করেন বিচারক রাজেশ চক্রবর্তী।