ASANSOL

আসানসোল ও রানিগঞ্জে আটটি ওভারলোড ট্রাক আটক, জরিমানা আদায় প্রায় ৪ লক্ষ টাকা

পশ্চিম বর্ধমান জেলা পরিবহন দপ্তরের অভিযান দুদিনে

বেঙ্গল মিরর, আসানসোল, দেব ভট্টাচার্য ও রাজা বন্দোপাধ্যায়ঃ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কড়া বার্তা ও হুঁশিয়ারীর পরে রাজ্য জুড়ে নড়েচড়ে বসেছে পুলিশ ও প্রশাসন। বেআইনি কারবারে রাশ টানতে অন্য জেলার সঙ্গে পশ্চিম বর্ধমান জেলায় নজরদারি শুরু হয়েছে।
জানা গেছে, গত দুদিনে পশ্চিম বর্ধমান জেলা পরিবহন দপ্তর বা আরটিও আসানসোল শিল্পাঞ্চল জুড়ে ওভারলোড গাড়ি ধরতে রাস্তা নেমেছে। এই অভিযানে ৮ টি ওভারলোড ট্রাক আটক করে জরিমানা বাবদ আদায় করা হয়েছে প্রায় ৪ লক্ষ টাকা।
মঙ্গলবার রাত প্রায় দুটো নাগাদ স্পঞ্জ আয়রন বা লৌহজাত সামগ্রী নিয়ে আসা একটি ওভারলোডেড ট্রাক রানিগঞ্জে ১৯ নং জাতীয় সড়কে আটকান জেলা পরিবহন দপ্তরের আধিকারিকরা। চালকের সামনেই যন্ত্র দিয়ে পরিমাপ করে দেখিয়ে দেওয়া হয়  ট্রাকে কতটা ওভারলোড আছে। সেই মতো ওভারলোডিংয়ের কারণে ৬৫, ৫০০ টাকা জরিমানা করা হয়। এর আগে সোমবার রাতে একইভাবে আসানসোলের কালিপাহাড়িতে অভিযান চালানো হয়। সেই অভিযানে ওভারলোড একটি ট্রাক আটকানো হয়। জরিমানা করা হয় ৪৭ হাজার টাকা।


     উল্লেখ্য, রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রায় এক সপ্তাহ আগেই হুঁশিয়ারি দিয়ে বলেছিলেন, বিভিন্ন জেলায় বেআইনিভাবে কয়লা, বালি ,লোহার কারবার চলছে। পুলিশ ও প্রশাসনের আধিকারিকদেরকে তিনি এইসব বেআইনি কারবার আটকাতে বেশি করে নজরদারি বাড়াতে নির্দেশ দিয়েছিলেন। এরপর নড়েচড়ে বসে পশ্চিম বর্ধমান জেলার পরিবহন দপ্তরের আধিকারিকরা। সোমবার রাত্রি থেকে বুধবার বিকেল পর্যন্ত রানিগঞ্জ ও কালিপাহাড়িতে ১৯ নং জাতীয় সড়কে আটটি ওভারলোড মালবাহী ট্রাক আটক করা হয়। এর মধ্যে কয়েকটি ট্রাক কলকাতার দিক থেকে আসছিল। আর কয়েকটি ট্রাক আসানসোল শিল্পাঞ্চলের বিভিন্ন কারখানায় থেকে যাচ্ছিল বা আসছিল বলে জানান জেলার আরটিও বা রিজিওনাল ট্রান্সপোর্ট অফিসার মৃন্ময় মজুমদার।

তিনি বলেন, এই ধরনের তল্লাশি মাঝেমধ্যেই চলে। এই আটটি ওভারলোডে ট্রাক থেকে প্রায় চার লক্ষ টাকা জরিমানা করা হয়েছে। তিনি আরো বলেন, দিনের বেলায় খুব একটা ওভারলোড ট্রাক বা গাড়ি দেখা যায় না। সেজন্যই দপ্তরের আধিকারিকরা গভীর রাতে আচমকা অভিযানের কাজ শুরু করেছেন। পশ্চিম বর্ধমান জেলার বিভিন্ন জায়গায় এখন থেকে লাগাতার এই ধরনের অভিযান চলবে আরটিও জানিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *