BARABANI-SALANPUR-CHITTARANJAN

বাজারে বুলডোজার দিয়ে ভেঙে দেওয়া হলো ১৪৫টি দোকান, বিজেপি বিধায়করাও আটকাতে পারল না

বেঙ্গল মিরর, কাজল মিত্র /চিত্তরঞ্জন:- ভেঙে ফেলা হলো ১৪৫টি দোকান।সকাল থেকেই চিত্তরঞ্জন রেল শহরের অন্যতম মূল বাজার আমলাদহি বাজারে বুলডোজার দিয়ে ভেঙে গুঁড়িয়ে ফেলা হলো ১৪৫টি অনুমতিহীন দোকান।আজ সকালে ৪টি বুলডোজার দিয়ে আমলাদহি বাজারের অনুমতিহীন দোকান গুলি ভেঙে ফেলার কাজ শুরু হয়।সেখানে উপস্থিত ছিলেন আরপিএফের জাওয়ানরা। প্রায় ৫০বছরের বেশি সময় ধরে চলে আসা দোকানদারা কান্নায় ভেঙে পড়েন।চললো না বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পাল ও বিধায়ক অজয় পোদ্দারের লিখিত আবেদন।তাছাড়াও চললো না সমস্ত শ্রমিক সংগঠনের তরফে আবেদন।

দুইবার উচ্ছেদ স্থগিত হলেও বৃহস্পতিবার সকালে আরপিএফ এর বিশাল বাহিনী এসে উচ্ছেদ অভিযান শুরু করে। বারবার অগ্নিমিত্রা পালের সাথে বৈঠক করেও লাভ হয়নি ব্যাবসায়ীদের। তবে শেষ পর্যন্ত দোকান ভেঙে দেওয়ায় হতাশ এখন ব্যাবসায়ীরা।ব্যবসা কেন্দ্র হারিয়ে সর্বস্ব হারানোর ব্যথায় মুষড়ে পড়েছেন বহু ব্যাবসায়ী।যাদের পরিবার প্রতিপালন সহ যাবতীয় আয়ের উৎস ছিল এখানকার দোকানদারি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *