টোটো ধাক্কায় ভেঙে পড়লো রুপনারায়ণপুর রেল গেট, ব্যাহত যান চলাচল
বেঙ্গল মিরর, রুপনারায়নপুর (সালানপুর) , দেব ভট্টাচার্য ও রাজা বন্দোপাধ্যায়ঃ আসানসোলের সালানপুর ব্লকের রূপনারায়নপুর পঞ্চায়েতের মধ্য ব্যস্ততম রাস্তা রূপনারায়নপুর ঝাড়খন্ড রোড শনিবার সন্ধ্যার পরে স্তব্ধ হয়ে যায়। ঐ রাস্তা দিয়ে যান চলাচল বন্ধ হয়ে পড়ে। একটি টোটোর ধাক্কায় রূপনারায়নপুর রেল গেটের ব্যারিকেড ভেঙে পড়ায় এই বিপত্তি ঘটে।
জানা গেছে, শনিবার সন্ধ্যার সময় রূপনারায়ণপুর দিক থেকে ঝাড়খন্ড রোডের দিকে যাওয়ার পথে একটি টোটো এই রেল গেটের ব্যারিকেডে ধাক্কা মারে।
ঐ সময় ট্রেন যাতায়াতের জন্য রেলগেট বন্ধ করা হচ্ছিল। সেই মুহূর্তে সজোরে গিয়ে ব্যারিকেডে ধাক্কা মারে ঐ টোটো। এর ফলে মাঝখান থেকে ব্যারিকেডটি ভেঙে রাস্তার উপরে পড়ে যায় বলে খবর। সঙ্গে সঙ্গে রেল গেটের দায়িত্ব থাকা রেলকর্মীরা গিয়ে ম্যানুয়াল পদ্ধতিতে রেল গেটের দু দিকের ব্যারিকেড ফেলে দেন। এর ফলে সম্পূর্ণভাবে বন্ধ হয়ে যায় মানুষ ও গাড়ি আসা যাওয়ার ব্যস্ততম এই রাস্তা। খবর পেয়ে রেলের আধিকারিকরা এলাকায় আসেন বলে জানা গেছে।