” শিল্পের সমাধানে” বিশেষ ক্যাম্পপুর ও ব্লক এলাকায় অনুষ্ঠিত হবে
রাজ্যের ক্ষুদ্র, ছোট ও মাঝারি শিল্প ও বস্ত্র দপ্তরের উদ্যোগ
বেঙ্গল মিরর, আসানসোল, রাজা বন্দোপাধ্যায়ঃ পশ্চিমবঙ্গ সরকারের ক্ষুদ্র, ছোট ও মাঝারী শিল্প এবং বস্ত্র দপ্তরের উদ্যোগে সমগ্র পশ্চিম বর্ধমান জেলার ব্লক ও পুরনিগম এলাকার প্রতিটি বোরো অফিসে আগামী ২ ডিসেম্বর থেকে ২০ ডিসেম্বর ” শিল্পের সমাধানে ” এমএসএমই ক্যাম্প বা শিবির অনুষ্ঠিত হবে।
এই ক্যাম্পে ক্ষুদ্র ছোট ও মাঝারী শিল্প এবং বস্ত্র দপ্তরের সকল প্রকল্প ছাড়াও অন্যান্য দপ্তর যেমন সংখ্যালঘু উন্নয়ন দপ্তর, অনগ্রসর শ্রেণী কল্যাণ দপ্তর, কৃষি, শিক্ষা, পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন, খাদ্য প্রক্রিয়াকরণ ও উদ্যান পালন দপ্তরের আধিকারিক সহ, ব্যাংকের আধিকারীকরা উপস্থিত থাকবেন। তারা এই ক্যাম্প থেকে এইসব দপ্তরগুলির সমস্ত প্রকার সরকারী প্রকল্পের সুযোগ সুবিধা প্রদানের জন্য সহায়তা করবেন। পাশাপাশি আবেদনপত্র গ্রহণ ও পরিষেবা প্রদান করবেন।
এই শিবিরে ভবিষ্যত ক্রেডিট কার্ড, স্টুডেন্ট ক্রেডিট কার্ড , আনন্দধারার অধীনে স্বনির্ভর গোষ্ঠীর ক্রেডিট লিঙ্কেজ , সংখ্যা লঘু বিষয়ক দপ্তরের টার্ম লোনের জন্য আবেদন, উদ্যম রেজিস্ট্রেশন, হস্ত শিল্পী সহ অন্যান্য কারিগরদের নিবন্ধীকরণ, পাশাপাশি শিল্পীদের আর্থিক সহায়তা, যন্ত্রপাতি প্রদান ইত্যাদি প্রকল্পের জন্যও আবেদন করা যাবে।
জানানো হয়েছে, পশ্চিম বর্ধমান জেলাতে মোট ১০১ টি এই ধরনের ক্যাম্প হবে।
আসানসোল ও দূর্গাপুর পুরনিগম এলাকায় প্রত্যেক বোরো ও ব্লক এলাকায় ব্লক অফিস এবং কিছু ক্ষেত্রে গ্রাম পঞ্চায়েত কার্যালয়ে ক্যাম্প হবে।
পশ্চিম বর্ধমান জেলার সব বনিকসভা বা চেম্বার্স অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি এই কাম্পগুলি সফল করতে সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে । জানা গেছে, বনিকসভার উদ্যোগে কয়েকটি প্রকল্প ভিত্তিক বিশেষ ক্যাম্পের আয়োজন করা হবে।
প্রসঙ্গতঃ, শুক্রবারই পশ্চিম বর্ধমানের জেলাশাসক এস পোন্নাবলম এই ক্যাম্পের প্রস্তুতি নিয়ে আসানসোলে জেলাশাসক কার্যালয়ে আসানসোল দূর্গাপুর উন্নয়ন পর্ষদ বা আড্ডার কনফারেন্স হলে প্রশাসনিক স্তরে একটি উচ্চ পর্যায়ের বৈঠক করেন। সেই বৈঠকে প্রশাসনিক আধিকারিকদের পাশাপাশি বিভিন্ন বনিকসভার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। এই প্রসঙ্গে জেলাশাসক বলেন, শিল্পের সমাধানে এমএসএমই ক্যাম্পের আয়োজন করা হয়েছে।