কে আগে বেহাল রাস্তা দিয়ে গন্তব্যে পৌঁছবে, রেষারেষিতে পথ দুর্ঘটনা
বেঙ্গল মিরর, চরণ মুখার্জি, জামুরিয়া : কে আগে বেহাল রাস্তা দিয়ে গন্তব্যে পৌঁছবে এই রেষারেষিতেই ঘটলো পথ দুর্ঘটনা। দুর্ঘটনায় আহত হল টেম্পোতে থাকা চালক ও খালাসি। সোমবার সকাল প্রায় সাড়ে দশটা নাগাদ জামুড়িয়ার থেকে চাকদোলা যাওয়ার পি ডব্লিউ ডি রাস্তায় ঘটে এই ঘটনা। ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে জামুরিয়া থানার পুলিশ পৌঁছে আহত চালক ও খালাসিকে উদ্ধার করে চিকিৎসার জন্য পাঠায় সেখানেই ঘাতক ডাম্পারটিকে আটক করে, এই ঘটনা ঘটার পরই ডাম্পার চালক গা ঢাকা দেয়।
![](https://bengalmirrorthinkpositive.com/wp-content/uploads/2024/05/img-20240520-wa01481045365085360283686-500x428.jpg)
![](https://bengalmirrorthinkpositive.com/wp-content/uploads/2024/09/img-20240909-wa00806721733580827251668.jpg)
![](https://bengalmirrorthinkpositive.com/wp-content/uploads/2024/12/fb_img_17339279922403722767543487143310-476x500.jpg)
![](https://bengalmirrorthinkpositive.com/wp-content/uploads/2024/12/img-20241202-wa00714719443979079027022-500x281.jpg)
গত কয়েক মাস আগেই মেরামত করা হয়েছিল জামুরিয়া থেকে চাকদোলা যাওয়ার পিডব্লিউডি রাস্তা, সেই রাস্তায় ভারী পণ্যবাহী যান চলাচলের কারণে কয়েক দিনেই খানাখন্দে পরিণত হয়।এবার সেই খালাখন্দে ভরা বেহাল রাস্তার কারণে আবারো ঘটলো ভয়াবহ দুর্ঘটনা। এদিন এই ঘটনার কবলে পড়ল বড় পণ্যবাহী ডাম্পারের সঙ্গে ছোট পণ্যবাহী টেম্পো। সোমবার সকালে ঘটা এই ঘটনাকে ঘিরে ব্যাপক প্রজনাময় পরিস্থিতির সৃষ্টি হয় জামুরিয়ার শেখপুর এলাকায়। এদিন এক কয়লা বোঝাই নাম্বার জামুড়িয়ার অভিমুখে যাওয়ার সময় বিপরীত প্রান্ত থেকে আসা একটি আটা বোঝায় টেম্পো বেহাল রাস্তা দ্রুত পারাপার করবে ভেবে গতি বাড়িয়ে পাশ কেটে যেতে গেলে ডাম্পারের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়।
এই ঘটনায় টেম্পোর মধ্যে থাকা তার চালক ও খালাসী গুরুতর ভাবে আহত হয়। স্থানীয় এলাকার মানুষজন বিষয়টি লক্ষ্য করেই পুলিশ প্রশাসনকে খবর দিলে জামুড়িয়া থানার পুলিশ দ্রুত ঘটনা চলে পৌঁছে আহতদের উদ্ধার করে। যদিও এই দুর্ঘটনার পরই ওই ডাম্পারের চালক, ডাম্পার ছেড়ে চম্পট দেয়। যদিও পুলিশ ওই ঘাতক ডাম্পারটি কে বাজার তো করেছে । স্থানীয় এলাকার মানুষজন এদের দাবি জামুরিয়ার এই রাস্তা দীর্ঘদিন ধরে বেহাল হয়ে রয়েছে জামুড়িয়ার পৌর দপ্তর থেকে শুরু করে বিজয়নগর এমনকি বাহাদুরপুর পর্যন্ত বিভিন্ন অংশ খানাখন্দে পূর্ণ হয়েছে, যা নিয়ে বারংবার সড়ক কর্তৃপক্ষকে মেরামত করার দাবি জানালেও কোন কাজের কাজ হয়নি বলেই জানিয়েছে এলাকাবাসী।