সালানপুর ব্লক এর বরিষ্ট কংগ্রেসের নেতা রণেন বাগচী প্রয়াত
বেঙ্গল মিরর, কাজল মিত্র :- অকস্মাৎ প্রয়াত হলেন পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেসের সদস্য এবং পশ্চিম বর্ধমান জেলা কংগ্রেসের সহসভাপতি রণেন বাগচী। দীর্ঘকাল তিনি সালানপুর ব্লক কংগ্রেসের সভাপতির দায়িত্বে ছিলেন।
প্রথম দিকে তার সঙ্গে রাজনৈতিক সঙ্গী হিসেবে নেতা শ্যামল মজুমদার ছিলেন ।তবে প্রয়াত শ্যামল মজুমদার কংগ্রেস থেকে তৃণমূলে গেলেও রনেন বাবু বরাবরই কংগ্রেস ছাড়া অন্য কোন দল করার কথা মাথায় আনেন নি তাই দুজনের জুটি কিছুটা হলেই আলাদা হয় ।শ্যামল মজুমদার আগেই প্রায়াত হয়েছেন ।
জানা গেছে, আজ ১ ডিসেম্বর রাতের দিকে রূপনারায়ণপুর এর আমডাঙ্গা এলাকার নিজের বাড়িতে হঠাৎ করে তিনি অসুস্থ হয়ে পড়েন। তখন তাঁকে পিঠাকিয়ারি হাসপাতালে নিয়ে গেলে সেখান থেকে আসানসোলে রেফার করা হয় ।কিন্তু আসানসোল নিয়ে যাওয়ার সময় তিনি মারা যান ।
জানা যায় যে তিনি করোনা কালে বেশ কিছু দিন হৃদযন্ত্রের সমস্যায় আক্রান্ত ছিলেন। ফুসফুসও ক্ষতিগ্রস্ত হয়। তবে, রোনেন বাগচী এর মৃতদেহ চিত্তরঞ্জন এর মর্গে রাখা আছে ।আগামীকাল শেষ কৃত্য সম্পন হবে ।
রণেন বাগচী মারা যাওয়ায় রূপনারায়ণপুর এলাকা সহ সমস্ত রাজনীতিক মহলে শোকের ছায়া নেমে আসে ।