আলু ব্যবসায়ীদের ধর্মঘটের হুশিয়ারি, বাজারে অতর্কিতে অভিযান এগ্রি মার্কেটিং ডিপার্টমেন্ট ও ইনফোর্সমেন্ট ব্রাঞ্চ
বেঙ্গল মিরর, চরণ মুখার্জি, রানীগঞ্জ : ( Asansol Raniganj News ) আলু ব্যবসায়ীদের ধর্মঘটের হুশিয়ারির পর এবার বাজারে অতর্কিতে অভিযান চালালেন এগ্রি মার্কেটিং ডিপার্টমেন্ট ও ইনফোর্সমেন্ট ব্রাঞ্চ। মঙ্গলবার তারা সকাল থেকেই রানীগঞ্জ বাজারের পাইকারি বিক্রেতা ও খুচরো বিক্রেতাদের দোকানে দোকানে ঘুরে দেখেন। এদিন আলু পেঁয়াজের ন্যায্য মূল্য নিশ্চিত করতে রাণীগঞ্জ বাজারের ওলিতে গলিতে বড় সব গোডাউনে বিশেষভাবে অভিযান চালিয়ে সকল ব্যবসায়ীদের আলু পেঁয়াজের সঠিক দাম নেওয়ার জন্য নির্দেশিকা দেন। সবজির বাজারও ঘুরে দেখে সবজির সঠিক মূল্য নেওয়ার জন্য খুচরো বিক্রেতাদের নির্দেশ দেন।




এছাড়াও কোন দোকানে কি রকম আলু পেয়াজের দাম রয়েছে সেগুলিও খোঁজ খবর নেন তারা। এদিন রানীগঞ্জের জয়েন্ট বিডিও ও ইনফোর্সমেন্ট ব্রাঞ্চের আধিকারিকদের সঙ্গে নিয়ে তারা ব্যবসায়ীদের কাছে কোনরূপ কোন কাঁচামালের জোগান পেতে অসুবিধে হচ্ছে কিনা সে সকল গুলি জেনে নিয়ে অসুবিধে হলে তাদের কাছে খবর দিলে তারা কাঁচামালের যোগান দেওয়ার জন্য ব্যবস্থা গ্রহণ করবেন বলেও আশ্বস্ত করেন।
এদিন বাজারে ঘুরে পুরনো আলু ৩০ টাকা থেকে ৩২ টাকার মধ্যে মিলছে বলেই জানতে পারেন তারা। একইভাবে নতুন আলু ৪৫ টাকা থেকে ৫০ টাকার মধ্যে পাওয়া যাচ্ছে বলেই জানিয়েছেন। সেখানেই গত কয়েক দিন ধরে পেঁয়াজের দাম অনেকটাই বাড়তে দেখে পেঁয়াজো যাতে বাজার মূল্যের সাথেই সামঞ্জস্য রেখে বিক্রি করা হয় সে কথাটিও সকল ব্যবসায়ীদের কাছে জানান দেন তারা। ব্যবসায়ীরা এই ব্যবস্থা গ্রহণের বিষয় লক্ষ্য করে স্বভাবতই খুশি ক্রেতারাও বাজারের দাম নিয়ন্ত্রণের বিষয়টি লক্ষ্য করে খুশি হয়েছেন। এখন দেখার এই বাজার ব্যবস্থার নিয়ন্ত্রণ কতটা সঠিক থাকে।
- কালীর পাশে শিবকে পেয়ে শিবরাত্রির প্রস্তুতি
- Burnpur नेपालीपाड़ा दुर्गा मंदिर शेड निर्माण का शिलान्यास
- श्री श्री बाबा विश्वनाथ मंदिर में शिवलिंग की प्राण प्रतिष्ठा पर 20 से 22 फरवरी तक धार्मिक आयोजन
- অন্ডাল বিমাননগরীতে পরিকাঠামোগত সমস্যা, সাংসদ সঙ্গে বৈঠক ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের
- আসানসোল থেকে প্রয়াগরাজে যাওয়ায় দুটি স্পেশাল ট্রেন, ভিড় সামলাতে রেলের একাধিক পরিকল্পনা