RANIGANJ-JAMURIA

তৃণমূলের ব্লক সভাপতি বিরুদ্ধে সবজি বিক্রেতাকে মারধরের অভিযোগ, জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ

বেঙ্গল মিরর, চরণ মুখার্জি, জামুরিয়া : সবজি বাজারে তৃণমূলের ব্লক সভাপতি বিরুদ্ধে সবজি বিক্রেতাকে মারধরের অভিযোগের প্রেক্ষিতে এবার ৬০ নম্বর জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখালো জামুড়িয়া দু’নম্বর ব্লকের খাস কেন্দা সবজি মার্কেটের বেশ কিছু সবজি ব্যবসায়ী ও অন্য সব দোকানদার। এদিন তারা সকাল ১০ টা থেকে ৬০ নম্বর জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখায়। বিক্ষোভকারীদের দাবি জামুরিয়া ব্লক ২ এর তৃণমূল সভাপতি সিদ্ধার্থ রানা অন্যায় ভাবে এলাকার হাটে বাজারে থাকা সবজি বিক্রেতাদের হুমকি চমকে দিয়ে ভয় দেখায়, তার কথার একটু নড়চড় হলেই তাদের ওপর চড়াও হয় বলেই দাবি।

এদিন খাস কেন্দার এক সবজি বিক্রেতা রঞ্জিত বর্নওয়াল এর অভিযোগ বাজারে সবজি বিক্রি করতে এসে তিনি তৃণমূল ব্লক সভাপতি সঙ্গে সবজির দাম নিয়ে কথা বললে সেসময় ব্লক সভাপতি তাকে মারধর করে এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে, এ মুহূর্তে উত্তেজনাময় পরিস্থিতি রয়েছে এলাকায় পরিস্থিতি সামাল দিতে পুলিশ প্রশাসনের বিশেষ দল পৌঁছে বিক্ষোভকারীদের কথা বলে সমস্ত বিষয়ের সমাধান সূত্র বের করবেন বলেই আশ্বাস দিয়েছেন। যদিও যার বিরুদ্ধে এই মারধরের অভিযোগ সেই সিদ্ধান্ত রানা অবশ্য দাবী করেন এলাকায় যানজট ছড়ানোর জন্য খিচুড়িয়া মোড়ের খাস কেন্দা এলাকার হাটবাজারে ব্যবসায়ীদের রাস্তা ছেড়ে সবজি বিক্রি করতে বলা হয় কাউকে তিনি মারধর করেননি বলেই দাবি করেন তার বক্তব্যে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *