দূর্গাপুরে তিনটি বেসরকারি মেডিকেল কলেজে ইডির হানা
এনআরআই কোটায় জাল নথি দিয়ে চিকিৎসক পড়ুয়া ভর্তির অভিযোগ
বেঙ্গল মিরর, দূর্গাপুর, রাজা বন্দোপাধ্যায়ঃ মেডিকেল কলেজে এনআরআই না অনাবাসী কোটায় জাল নথি দিয়ে চিকিৎসক পড়ুয়া হিসেবে ছাত্র-ছাত্রীদের ভর্তির অভিযোগ উঠলো। এই ভর্তিতে কোটি কোটি টাকার দূর্নীতি হয়েছে বলে অভিযোগ । এই দুর্নীতির তদন্তে নেমে মঙ্গলবার সকালে কেন্দ্রীয় গোয়েন্দা এজেন্সি এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির হানা পশ্চিম বর্ধমান জেলার দুর্গাপুরের বেসরকারি কলেজ ও হাসপাতালে।
জানা গেছে, এদিন সকাল ছটা নাগাদ দুর্গাপুরের মলানদীঘি, সোভাপুর ও রাজবাঁধ এলাকায় তিনটি বেসরকারি মেডিকেল কলেজ ও হাসপাতালে ইডি হানা দেয়। এই তিনটি হাসপাতালের কর্ণধারদের বাড়িতেও পৌঁছে যান ইডির আধিকারিকরা। সব জায়গায় এক যোগে চলছে ইডির তল্লাশি। ইডি’র আধিকারিকদের সঙ্গে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা এই তল্লাশিতে রয়েছেন। তিনটি মেডিকেল কলেজ হাসপাতালকে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা ঘিরে রেখেছেন। তিনটি মেডিকেল কলেজ হাসপাতালের প্রশাসনিক ভবনে কর্ণধারদের নিয়ে ইডির আধিকারিকরা রয়েছেন। বাইরের কাউকে সেখানে ঢুকতে দেওয়া হচ্ছে না।
স্বাভাবিক ভাবেই ইডির হানায় গোটা জেলা জুড়ে চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে।