ভুয়ো চালানে ঝাড়খণ্ডে আলু নিয়ে যাওয়ার চেষ্টা আটকালো পুলিশ
বেঙ্গল মিরর, কুলটি ও আসানসোল, রাজা বন্দোপাধ্যায়ঃ বাংলা থেকে অন্য রাজ্যে আলু রপ্তানি নিষেধাজ্ঞা জারি করেছে রাজ্য সরকার। সেই নিষেধাজ্ঞা পালনে রাজ্যের সীমান্ত লাগোয়া চেকপোস্টে নজরদারি শুরু করেছে পুলিশ প্রশাসন। তারপরেও ভুয়ো চালানে বাংলা থেকে পাশের রাজ্য ঝাড়খণ্ডে অন্য জিনিসের আড়ালে আলু নিয়ে যাওয়ার চেষ্টা করছে এক শ্রেণির অসাধু ব্যবসায়ী ও দালাল।
শনিবার আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের অধীনে কুলটি থানার বাংলা-ঝাড়খণ্ড সীমান্ত লাগোয়া ডুবুরডিহি চেকপোস্টে পুলিশ আলু বোঝাই একটি ট্রাক আটকায়। পুলিশ ট্রাকের চালকের কাছে জানতে কি যাচ্ছে? চালক চালান দেখিয়ে বলে, ট্রাকে ট্রাকে এ্যানিমেল ফ্রুটস বা পশুর খাবার যাচ্ছে। সেখানে কর্মরত পুলিশ কর্মীদের সন্দেহ হওয়ায়, তারা ট্রাকের ত্রিপল সরিয়ে দেখেন, আলু রয়েছে। সঙ্গে সঙ্গে পুলিশ আলু সহ ট্রাক বাজেয়াপ্ত করে। আটক করা হয়, ট্রাকের চালককেও।
আটক করা ট্রাকের চালক পঙ্কজ কুমার ও প্রকাশ কুমার বলেন, আমাদেরকে রানিগঞ্জের দালাল এই চালান দিয়েছে। ট্রাকে কি আছে, বলতে পারবো না। ট্রাক ধানবাদে যাচ্ছিলো।
এই প্রসঙ্গে এক পুলিশ আধিকারিক বলেন, বাংলা থেকে অন্য রাজ্যে আলু নিয়ে যাওয়ার ক্ষেত্রে রাজ্য সরকারের নিষেধাজ্ঞা রয়েছে। তাই নজরদারি করা হচ্ছে। তাতে একটি ট্রাক আটকানো হয়। দেখা যাচ্ছে অন্য জিনিসের চালানে আলু নিয়ে যাওয়া হচ্ছে। ভুয়ো চালানে আলু নিয়ে যাওয়ার জন্য একটি মামলা করা হয়েছে।
ভিনরাজ্যে আলু নিয়ে যাওয়ায় রাশ টানতে পুলিশ প্রশাসনের তরফে আসানসোলের কুলটির বাংলা ঝাড়খন্ড সীমানার ডুবুরডিহি চেকপোস্ট শুধু নয় , রূপনারায়নপুর মিহিজাম এবং বারাবনির রুনাকুড়াঘাট এলাকার চেকপোষ্টে নজরদারি করা হচ্ছে। আলু বোঝাই ট্রাক আটকে পুলিশ সেগুলোকে আবার ফিরিয়ে দেওয়া হচ্ছে। কুলটি ট্রাফিক গার্ড পুলিশ ও চৌরঙ্গী ফাঁড়ির পুলিশ সালানপুর এবং বারাবনি থানার পুলিশের উপস্থিতিতে চলছে নজরদারি। ট্রাক থামিয়ে কাগজ পত্র খতিয়ে দেখা হচ্ছে। একই সাথে ত্রিপল খুলেও দেখা হচ্ছে, ট্রাকে কি যাচ্ছে ।আলু বোঝাই থাকলে পুনরায় রাজ্যে ফিরিয়ে দেওয়া হচ্ছে আলু বোঝাই ট্রাক ।
আলু বোঝাই ট্রাক যাতে কোনভাবেই রাজ্যের বাইরে যেতে না পারে পুলিশের কড়া নজরদারি চলে ৷ আর এর ফলে ১৯ নম্বর জাতীয় সড়কে দাঁড়িয়ে রয়েছে আলু বোঝাই সারি সারি ট্রাক। তিন/চারদিন থেকে দাঁড়িয়ে রয়েছে বলে জানান আলু বোঝাই ট্রাকের চালকরা।আর এর ফলে সমস্যায় পড়েছেন ট্রাকের চালকরা।একই সাথে দাঁড়িয়ে থেকে আলু গন্তব্যে না পৌঁছালে আলু পচে গেলে আর্থিক ক্ষতি হবে বলে জানান তারা।