BARABANI-SALANPUR-CHITTARANJAN

সালানপুর ব্লক মহিলা তৃণমূল কংগ্রেসের মিছিল

বেঙ্গল মিরর, কাজল মিত্র ,সালানপুর :– মুখ্যমন্ত্রী তথা দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ডাকে 21শে জুলাই কলকাতার ধর্মতলায় অনুষ্ঠিত হতে চলেছে শহীদ দিবস।সেই উপলক্ষে আজ সালানপুর মহিলা তৃণমূল কংগ্রেসের তরফে রূপনারায়ানপুর তৃণমূল কংগ্রেসের কার্যালয় থেকে শুরু করে রূপনারায়ানপুর বাসস্ট্যান্ড হয়ে পূণরায় তৃণমূল কার্যালয় পর্যন্ত পায়ে হেঁটে মিছিল করা হলো।মিছিলে মহিলাদের উপস্থিতি ছিলো দেখার মত। মিছিলে উপস্থিত ছিলেন ব্লক মহিলা তৃণমূল কংগ্রেসের সভানেত্রী অপর্ণা রায় সহ আরো মহিলা কর্মীরা।

তাছাড়া মিছিলে উপস্থিত হন জেলা পরিষদের কর্মাধ্যক্ষ মহম্মদ আরমান,সালানপুর ব্লক তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক ভোলা সিং আরো অনেকে।এইদিন সভানেত্রী অপর্ণা রায় বলেন দিদির ডাকে শহীদ সভাকে স্মরণীয় করতে এদিন একটি মিছিল করা হয়।

Leave a Reply