শীতের উষ্ণতা ” য় গ্রামে কম্বল বিলি ” আসানসোল মেরিনার্স ” র
বেঙ্গল মিরর, আসানসোল, রাজা বন্দোপাধ্যায়ঃ আমাদের শহরে ডিসেম্বর শুরুর শীতে ঠান্ডার পারদ ধীরে ধীরে নামা শুরু হয়েছে। রাতের এই ঠান্ডায় একটু উষ্ণতা নেওয়ার চেষ্টা করে যাচ্ছে অসহায় পরিবারগুলোর শিশুরা। তাদের উষ্ণতা দেওয়ার জন্য রবিবার আদিবাসী অধ্যুষিত আসানসোলের পাঁচগাছিয়ায় গাদাপাথর গ্রামে কম্বল নিয়ে উপস্থিত হয়েছিলেন ” আসানসোল মেরিনার্স ” পরিবারের সদস্যরা। তারা এই সামাজিক কাজে শুভানুধ্যায়ী হিসেবে পাশে পেয়েছিলেন ” স্নেহদীপে ” র শিক্ষকদের ও ডাঃ শঙ্কর সর্বজ্ঞকে।
সামাজিক এই জন্য ” আসানসোল মেরিনার্স ” কে বিশেষভাবে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন সুজিত বন্দোপাধ্যায়ের পরিবার ও স্বর্গীয়া কবিতা রায়ের স্মৃতির উদ্দেশ্যে তার পরিবার।
উদ্যোক্তাদের তরফে বলা হয়েছে, মানুষ মানুষের সেবার জন্যই। তাই এই তীব্র শীতে অসহায় পরিবারের শিশুদের একটু উষ্ণতা দেওয়া আমাদের প্রচেষ্টা।