আসানসোলে বাড়ি থেকে সিভিক ভলেন্টিয়ারের ঝুলন্ত দেহ উদ্ধার
বেঙ্গল মিরর, আসানসোল, রাজা বন্দোপাধ্যায়ঃ বাড়ি থেকে গলার দড়ি দেওয়া এক সিভিক ভলেন্টিয়ারের ঝুলন্ত দেহ উদ্ধার হলো। রবিবার সকালের এই ঘটনাকে কেন্দ্র করে আসানসোল উত্তর থানার রেলপারের সাউথ ধাদকার রামকৃষ্ণ ডাঙ্গালের আকরাম ময়দান সংলগ্ন এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।। মৃত সিভিক ভলেন্টিয়ারের নাম গৌতম বর্মন (৩২)। এদিন দুপুরে আসানসোল জেলা হাসপাতালে সিভিক ভলেন্টিয়ারের মৃতদেহর ময়নাতদন্ত হয়।
![](https://bengalmirrorthinkpositive.com/wp-content/uploads/2024/05/img-20240520-wa01481045365085360283686-500x428.jpg)
![](https://bengalmirrorthinkpositive.com/wp-content/uploads/2024/09/img-20240909-wa00806721733580827251668.jpg)
![](https://bengalmirrorthinkpositive.com/wp-content/uploads/2024/12/fb_img_17339279922403722767543487143310-476x500.jpg)
![](https://bengalmirrorthinkpositive.com/wp-content/uploads/2024/12/img-20241208-wa02765820576574685504253-500x385.jpg)
পুলিশ সূত্রে জানা গেছে, আসানসোল রেলপারের বাসিন্দা গৌতম বর্মন আসানসোল দূর্গাপুর পুলিশ কমিশনারেটের আসানসোল উত্তর ট্রাফিক গার্ডের সিভিক ভলেন্টিয়ার ছিলো। রবিবার সকালে বাড়ির লোকেরা তাকে ঘরের মধ্যে গলায় দড়ি দেওয়া ঝুলন্ত অবস্থায় দেখতে পান। সঙ্গে সঙ্গে তাকে উদ্ধার করে আসানসোল জেলা হাসপাতালে নিয়ে আসা হলে চিকিৎসক পরীক্ষা করে মৃত বলে ঘোষণা করেন।
প্রাথমিক তদন্তের পরে পুলিশ জানায়, ঐ সিভিক ভলেন্টিয়ার কোন কারণে মানসিক অবসাদে ভুগছিলেন। যে কারণে তিনি গলায় দড়ি দিয়ে আত্মঘাতী হয়েছেন।