DURGAPUR

দূর্গাপুরে ন্যাপথলিন কারখানায় আগুন, ঝলসে জখম এক কর্মী

বেঙ্গল মিরর, দূর্গাপুর,  রাজা বন্দোপাধ্যায়ঃ* দূর্গাপুরের আরআইপি প্লটে একটি ন্যাপথলিন কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। বুধবার বিকেলের দিকে হওয়া এই ঘটনায় আশপাশের এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। আতঙ্কিত হয়ে পড়েন এলাকার বাসিন্দারা। কারখানায় দাহ্য পদার্থ থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। আগুন লাগার ঘটনায় কারখানার একজন কর্মী আগুনে ঝলসে আহত হয়। তার নাম অমর দাস। তার বাড়ি দূর্গাপুরের প্রতাপপুর এলাকায় বলে জানা গেছে। খবর পেয়ে এনটিপিএস বা নিউ টাউনশিপ থানার পুলিস আসে। আহতকে অগ্নিদগ্ধ অবস্থায় উদ্ধার করে দূর্গাপুর মহকুমা হাসপাতালে পাঠানো হয়।

ঘটনার খবর পেয়ে আসে ঘটনাস্থলে দু’টি দমকলের ইঞ্জিন। দমকল কর্মীরা আগুন নিয়ন্ত্রণের কাজ শুরু করে। ঘন্টা কয়েক পরে আগুন কিছুটা নিয়ন্ত্রণে আসে বলে জানা গেছে।
স্থানীয় বাসিন্দাদের অনুমান কারখানার ফার্নেস ফেটেই এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। দমকলকর্মীদেরও প্রাথমিক তদন্তের পরে অনুমান, কারখানার ফার্নেস ফেটে এই ঘটনা ঘটেছে।তবে আগুন লাগার ঘটনা নিয়ে কারখানা কতৃপক্ষের কোন প্রতিক্রিয়া পাওয়া যায় নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *