নিখোঁজ যুবকের খোঁজে তল্লাশি ড্রোন ও পুলিশ কুকুর নিয়ে
বেঙ্গল মিরর, চরণ মুখার্জি, রানীগঞ্জ : বন্ধুদের সঙ্গে মারণ নেশা করতে গিয়ে, নিখোঁজ বছর কুড়ির যুবক। যুবকের খোঁজে তল্লাশি করতে হাজির হলো পুলিশ কুকুর। পুকুরের মধ্যে নেই তো নেশাগ্রস্ত যুবক, তার খোঁজ তল্লাশির জন্য এলো ডিজাস্টাস ম্যানেজমেন্টের সেভেন্থ ব্যাটেলিয়নের ১০ সদস্যের উদ্ধারকারী ডুবুরি দল। তারা এসে পৌঁছে জঙ্গল সরিয়ে পুরনো জলাশয় ঘেঁটে যুবকের দীর্ঘক্ষণ খোঁজ তল্লাশি চালালো, এছাড়াও সর্বত্রই নজর রাখার জন্য নিয়ে আসা হয়েছিল ড্রোন। সেই ড্রোন দিয়েও চারিদিকে তল্লাশি চালালো পুলিশ। এভাবেই দিনভর এই অভিযান চালিয়েও কোন হদিস পাওয়া গেল না যুবকের।
সোমবার আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের রানীগঞ্জ থানার বল্লভপুর ফাঁড়ির রঘুনাথচক এলাকার থেকে নিখোঁজ হয়ে যায় বছর কুঁড়ির নওশাদ খান। গত চৌদ্দই ডিসেম্বর সে সকাল ন’টায় বাড়ি থেকে বাইরে যাচ্ছি বলে বেরিয়ে, বিকেল পর্যন্ত আর বাড়ি ফেরেনা এই বিষয়টি লক্ষ্য করে তার বাড়ির সদস্যরা থাকে বারংবার ফোনে যোগাযোগ করে বাড়ি আসতে বললেও সে আসছি, আসবো করে কাটিয়ে দেয়। বিকেল চারটে পর্যন্ত তার সাথে ফোনে কথা হলেও তারপর থেকে আর তার সঙ্গে কোনো যোগাযোগ করা যায় না। এরপরই তার বাড়ির সদস্যরা দীর্ঘ খোঁজ- তল্লাশির পর কোন খোঁজ খবর না পেয়ে ১৫ তারিখ বল্লভপুর ফাঁড়িতে একটি নিখোঁজ ডায়রি করলে।
বল্লভপুর ফাঁড়ির আইসি সৌমেন ব্যানার্জি দ্রুত রানীগঞ্জ থানার ইন্সপেক্টর বিকাশ দত্তর সঙ্গে যোগাযোগ করে নিখোঁজ যুবকের খোঁজ তল্লাশির জন্য চারিদিকে খোঁজখবর করেন। আর তারপরে ওই যুবকের খোঁজে এবার বল্লভপুর ফাঁড়ি এলাকার মেজিয়া শ্মশানঘাট সংলগ্ন, রঘুনাথ চক এলাকারই বেড় অঞ্চলে, ওই যুবকের সঙ্গে থাকা অন্য সকল যুবকদের জিজ্ঞাসাবাদ করে ওই জঙ্গল এলাকার মধ্যে তারা গাঁজা সেবন, হেরোইন সেবন, এমনকি এক মাদক ইঞ্জেকশন নিয়েছে বলে জানতে পারে। আর এ সকলের পরই ওই যুবক রহস্যময় ভাবে নিখোঁজ হয়ে যায়, বলেই দাবি করে তার সঙ্গে থাকা অন্য সকল যুবকেরা। রবিবার রাত্রেই পুলিশ ওই যুবকের সঙ্গে থাকা অন্য ৫ যুবককে জিজ্ঞাসাবাদ শুরু করেছে। একই সাথেই সোমবার থেকে চলছে রানীগঞ্জের বের অঞ্চলের পুরনো ওই জলাশয় এর চারপাশে ডুবুরি নামিয়ে খোঁজ তল্লাশি। যদিও সোমবার বিকেল গড়িয়ে সন্ধ্যে নামার আগে পর্যন্ত খোঁজ মেলেনি ওই মাদকাসক্তযুবকের। এখন পুলিশ ধন্ধে রয়েছে আদৌ কি ওই যুবক জলে তলিয়ে গেছে না কি সে অন্য কোথাও পালিয়ে গেছে তা নিয়ে সন্ধিহান সকলেই।