ASANSOL

ইসিএলের নতুন সিএমডি সতীশ ঝাঁ

বেঙ্গল মিরর, আসানসোল, রাজা বন্দোপাধ্যায়ঃ* সতীশ ঝাঁ  ইস্টার্ন কোলফিল্ডস লিমিটেড বা ইসিএলের নতুন সিএমডি বা চেয়ারম্যান কাম ম্যানেজিং ডিরেক্টর হলেন। মন্ত্রিসভার নিয়োগ কমিটি (এসিসি) ইসিএলের সিএমডি পদে সতীশ ঝাঁকে নিয়োগের অনুমোদন দিয়ে একটি আদেশ জারি করেছে। শ্রী ঝাঁ আগামী ২০২৭ সালের ৩০ নভেম্বর পর্যন্ত ইসিএলের সিএমডি পদে থাকবেন। সতীশ ঝাঁ বর্তমানে সেন্ট্রাল মাইন প্ল্যানিং অ্যান্ড ডিজাইন ইনস্টিটিউট লিমিটেড ( সিএমপিডিআইএল)-এ ডিরেক্টর টেকনিক্যাল পদে ছিলেন। চলতি বছরের ৩০ জুলাই পাবলিক এন্টারপ্রাইজ সিলেকশন বোর্ড (পিইএসবি) ইসিএলের সিএমডি পদে তার নাম সুপারিশ করেছিল।

ECL CMD


উল্লেখ্য, বিসিসিএলের সিএমডি সমীরণ দত্ত প্রায় এক বছর ধরে ইসিএল সিএমডি পদের অতিরিক্ত দায়িত্ব পালন করছিলেন। শ্রী দত্তকে ২০২৩ সালের ২৮ ডিসেম্বর ইসিএলের সিএমডি পদের অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয়েছিল। ইসিএল সিএমডি হওয়ার পরে, সতীশ ঝাঁকে সিএমএস সচিব রমেশ সিং, এইচএমএস নেতা রাকেশ কুমার, এসবিএফসিআই সাধারণ সম্পাদক জগদীশ বাগরি, আসানসোল চেম্বার অফ কমার্স সেক্রেটারি শম্ভুনাথ ঝা, কোলফিল্ড টিম্বার এবং শ’ মিল মালিক সংগঠনের সভাপতি সঞ্জয় তেওয়ারি অভিনন্দন জানিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *