দূর্গাপুরে রাজ্য সরকারের উদ্যোগে ” সিনারজি এন্ড বিজনেস ফেসিলিটেশন কনক্লেভ
বেঙ্গল মিরর, দূর্গাপুর, রাজা বন্দ্যোপাধ্যায় / চরণ মুখার্জি : * লক্ষ্য পশ্চিম বর্ধমান ও পূর্ব বর্ধমান জেলায় ক্ষুদ্র, ছোট ও মাঝারি শিল্প সম্ভবনা। সেই লক্ষ্যকে সামনে রেখে বুধবার দুর্গাপুরের সৃজনী প্রেক্ষাগৃহে অনুষ্ঠিত হলো ” সিনারজি এন্ড বিজনেস ফেসিলিটেশন কনক্লেভ”। প্রদীপ জ্বালিয়ে এই কনক্লেভের আনুষ্ঠানিক উদ্বোধন হয়। উপস্থিত ছিলেন রাজ্যের এম এস এম ই বা ক্ষুদ্র, ছোট ও মাঝারি শিল্প দপ্তরের মন্ত্রী চন্দ্র নাথ সিনহা, এম এস এম ই দপ্তরের প্রিন্সিপাল সেক্রেটারি রাজেশ পান্ডে, পান্ডবেশ্বরের বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী, জামুরিয়ার বিধায়ক হরেরাম সিং, আসানসোল দূর্গাপুর উন্নয়ন পর্ষদ বা আড্ডার চেয়ারম্যান কবি দত্ত, পূর্ব ও পশ্চিম বর্ধমানের দুই জেলাশাসক এস পোন্নাবলম ও আয়েশা রানি, দূর্গাপুর পুরনিগমের প্রশাসক বোর্ডের চেয়াপারসন অনিন্দিতা মুখোপাধ্যায়, পশ্চিম বর্ধমান জেলা পরিষদের সভাধিপতি বিশ্বনাথ বাউরি সহ এমএসএমই দপ্তর ও দুই বর্ধমানের প্রশাসনের তরফে আধিকারীকরা।




অনুষ্ঠানে রাজ্যের মন্ত্রী চন্দ্র নাথ সিনহা বলেন, শিল্পের সমাধানে এমএসএমই শিবির করা হচ্ছে। ২৪- ২৫ আর্থিক বছরে শিল্প উন্নতির স্বার্থে পূর্ব ও পশ্চিম বর্ধমানে ৭, ৩৭১ কোটি টাকা ব্যাংক গুলি ঋণ প্রদান করেছে। এই অর্থ বর্ষে এই দুই জেলার ৫৮ টি ইউনিট বাংলাশ্রীর অধীনে উপকৃত হয়েছে। এদিনের অনুষ্ঠান মঞ্চ থেকে বিভিন্ন শিল্পপতিদের কাছ থেকে ৪, ৬৫০ কোটি টাকার বিনিয়োগের প্রস্তাব পাওয়া গেছে বলে দাবি করা হয়েছে। বিভিন্ন শিল্পপতিদের হাতে চেকও তুলে দেওয়া হয় শিল্প প্রসারনের স্বার্থে l

এদিনের “সিনার্জি” তে পূর্ব বর্ধমান ও পশ্চিম বর্ধমান জেলার শিল্পপতিদের সাথে সরাসরি রাজ্য সরকারের প্রশাসনিক আধিকারিকেরা কথা বলেন। তাদের সমস্যা সমাধান ও তাদের রাজ্য সরকারের সুযোগ সুবিধা কি তা তুলে ধরেন।
এদিনের সিনারজি ও কনক্লেভের জন্য শিল্পপতিদের আগামী দিনে সুবিধা হবে ও নতুন শিল্প আসবে বলে মত এমএসএমই দপ্তরের মন্ত্রী ও আধিকারিকদের।