DURGAPUR

পানাগড় সেনা ছাউনির ছবি তোলার সময় ধৃত বিহারের যুবক, উদ্ধার পাঁচটি মোবাইল ফোন 

বেঙ্গল মিরর, দূর্গাপুর, রাজা বন্দোপাধ্যায়ঃ* প্রতিবেশী দেশ বাংলাদেশের টালমাটাল পরিস্তিতির মাঝেই এবার পশ্চিম বর্ধমান জেলার দুর্গাপুরের পানাগড় সেনা ছাউনি থেকে গ্রেফতার হলো এক যুবক। ধৃতের নাম নীলেশ যাদব।       জানা গেছে, বুধবার পানাগড় সেনা ছাউনিতে নীলেশ যাদবকে মোবাইলে ছবি তুলতে দেখেন সেনা আধিকারিকরা। তারা সঙ্গে সঙ্গে তাকে আটক করেন সেনা আধিকারিকরা। শুরু হয় জিজ্ঞাসাবাদ। সূত্রের খবর যুবক কাছ থেকে পাঁচটি মোবাইল পান সেনা কর্তারা। সেইসব ফোনে বিভিন্ন ধরণের অ্যাপ দেখতে পায় সেনা কর্তারা। এরপর বুদবুদ থানায় খবর দেওয়া সেনাবাহিনীর তরফে। পরে পুলিশ আসে। পুলিশের হাতে তুলে দেওয়া হয় ঐ যুবককে। পরে পুলিশ তাকে গ্রেফতার করে।


জানা গেছে, বিহারের বাঁকা জেলার বাসিন্দা নীলেশ যাদবকে। ধৃতকে বৃহস্পতিবার  দুর্গাপুর মহকুমা আদালতে তোলা হয়। পুলিশের আবেদনের ভিত্তিতে বিচারক তার জামিন নাকচ করে পাঁচ দিনের পুলিশ  হেফাজতের নির্দেশ দেন।
বুদবুদ থানার পুলিশ ধৃতকে জিজ্ঞাসাবাদ করে জানার চেষ্টা করছে, কার সঙ্গে যোগ রয়েছে তার। কি কারণে সে সেনা ছাউনির ছবি মোবাইল ফোনে তুলছিলো তাও খতিয়ে দেখছে পুলিশ।


এদিকে, ধৃত নীলেশ যাদব জানিয়েছে, সে একটি বহুজাতিক মোবাইল সংস্থার কর্মী হিসেবে চাকরি করে। তার এই দাবিও পুলিশ খতিয়ে দেখছে।  পানাগড় সেনা ছাউনি থেকে সন্দেহভাজন যুবককে গ্রেফতারের এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে ইস্পাত নগরী দুর্গাপুরে।
এই প্রসঙ্গে পুলিশের এক আধিকারিক বলেন, গোটা বিষয়টি গুরুত্ব সহকারে খতিয়ে দেখা হচ্ছে। ধৃত যুবককে জেরা করে জানার চেষ্টা করা হচ্ছে, সে ঠিক কি কারণে সেনা ছাউনির ছবি তুলছিলো।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *