পুলিশ ও প্রশাসনের অভিযান মিললো বাংলাদেশের বস্তায় চাল, ট্রাক আটক, রাইস মিল সিল
বেঙ্গল মিরর, জামতাড়া ( ঝাড়খন্ড), রাজা বন্দোপাধ্যায় ও দেব ভট্টাচার্যঃ* পাশের রাজ্য ঝাড়খণ্ডের জামতাড়ায় একটি রাইস মিলে পাওয়া গেলো বাংলাদেশের বস্তা সহ চাল। বৃহস্পতিবারের এই অভিযানের পরে জেলা পুলিশ ও প্রশাসনের তরফে ঐ চাল বাজেয়াপ্ত করার পাশাপাশি মিল সিল করে দেওয়া হয়েছে। মিলের মধ্যে থাকা ট্রাকও আটক করা হয়েছে বলে জানা গেছে।
জামতাড়ার এই রাইস মিলে পাওয়া বস্তায় রিপাবলিক অফ বাংলাদেশ বা প্রজাতন্ত্র বাংলাদেশ লেখা আছে। মিলে এইসব বস্তায় চাল ভরা হচ্ছিল।




জামতাড়ার বেনা এলাকায় রামেশ্বরম রাইস মিলের বিরুদ্ধে অবৈধভাবে বাংলাদেশের বস্তায় চাল ভরার অভিযোগ পাওয়া গেছিলো। সেই অভিযোগ পাওয়ার পরেই জামতাড়া জেলা প্রশাসনের একটি দল এদিন ঐ মিলে অভিযান চালায় ।
জেলার খাদ্য সরবরাহ আধিকারিক রাজশেখর ও ব্লক সাপ্লাই আধিকারিক অভিশ্বর মুর্মু এদিন বিরাট পুলিশ বাহিনী নিয়ে ঐ মিলে হানা দেন। এই অভিযানে রিপাবলিক অব বাংলাদেশের প্যাকেটজাত চাল উদ্ধার করা হয়। এর পরিপ্রেক্ষিতে রাইস মিলটি সিল করা হয়। একটি ট্রাকও বাজেয়াপ্ত করা হয়েছে।
অবৈধভাবে চাল পাচারের উপর কড়া নজর রাখতে এবং স্থানীয় বাজারে ভেজাল চালের সরবরাহ বন্ধে জামতাড়া জেলা প্রশাসনের এই ব্যবস্থা নেওয়া হয়েছে। পুলিশ গোটা বিষয়টি নিয়ে তদন্ত শুরু করেছে। পাশাপাশি ঐ মিল মালিকের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি নিচ্ছে পুলিশ বলে জানা গেছে ।
মিল মালিক সঞ্জয় পরশুরাম বলেন, পশ্চিমবঙ্গের বর্ধমানের এক ব্যবসায়ী বাংলাদেশে পাঠানোর জন্য এই বস্তা দিয়েছিলেন। বাংলাদেশে চাল পাঠানো কি অপরাধ? মিলে এখনও কয়েক কুইন্টাল ধান ও চাল রয়েছে। মিল সিল করে দেওয়ায় সেইসব কিছু নষ্ট হয়ে যাবে বলে দাবি তার ।
জেলার খাদ্য সরবরাহ আধিকারিক রাজশেখর জানান, জেলা প্রশাসনের নির্দেশে এই অভিযান চালিয়ে ব্যবস্থা নেওয়া হয়েছে। বাংলাদেশের যে বস্তায় চাল পাওয়া গেছে, তা সঠিক কিনা তা খতিয়ে দেখতেই মিলটি সিল করা হয়েছে।