ট্রাক্টরের ধাক্কায় মহিলার মৃত্যু! উত্তেজনা
বেঙ্গল মিরর, চরণ মুখার্জী, দুর্গাপুর : ইট বোঝায় ট্রাক্টরের ধাক্কায় বাইকে এক মহিলার মৃত্যুকে ঘিরে উত্তেজনা দুর্গাপুরের মেনগেট এলাকায়।
দুর্গাপুরের মেনগেট এলাকার নিউ স্টিল পার্ক মোড়ের সামনে এই দূঘটনার জেরে উত্তেজনা ছড়ায়।
উত্তেজিত জনতা রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখায়। পুলিশের অস্থায়ী ক্যাম্প ভাঙচুর চালায় উত্তেজিত জনতা।
স্থানীয়দের সূত্রে খবর, টাক্টর চালকের কাছে তোলা আদায়ের জন্য পুলিশ গাড়িটি ধাওয়া করে, আর সেই কারণেই ঘটে দুর্ঘটনা।
দুর্গাপুরের মেইনগেটে লিংক রোডে ইট বোঝায় ট্রাক্টর পুলিশের তাড়া খেয়ে এক বাইক আরোহীকে ধাক্কা মারে। বাইকে থাকা মহিলার ঘটনাস্থলে মৃত্যু হয় এবং বাইক চালক এবং ২ শিশু গুরুতর আহত হয়। তাদের দুর্গাপুর মহকুমা হাসপাতালে নিয়ে আসা হয়।