নর্থ পয়েন্ট স্কুলের ২৫তম বার্ষিক অনুষ্ঠান
বেঙ্গল মিরর, আসানসোল, রাজা বন্দোপাধ্যায়ঃ আসানসোল নর্থ পয়েন্ট স্কুলের ২৫ তম বার্ষিক অনুষ্ঠান সোমবার আয়োজন করা হয় আসানসোলের এসবি গরাই রোডের পার্বতী ম্যারেজ হল। বার্ষিক এউ অনুষ্ঠানে স্কুলের নার্সারি থেকে ২য় শ্রেণি পর্যন্ত শিশুরা অংশগ্রহণ করে। স্কুল পড়ুয়া শিশুরা বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করে যা উপস্থিত সকলে উপভোগ করেন। এই অনুষ্ঠানে পার্বতী গ্রুপ অফ এডুকেশনের প্রতিষ্ঠাতা শচীন রায়, স্কুলের অধ্যক্ষা মিতা রায়, গৌরব রায় এবং স্কুলের অন্যান্য শিক্ষক, কর্মচারী, ছাত্রছাত্রী ও তাদের অভিভাবকরা উপস্থিত ছিলেন।




এই উপলক্ষে শচীন রায়, মিতা রায় ও গৌরব রায় বলেন, আসানসোল নর্থ পয়েন্ট স্কুল পরিচালনার সাথে যুক্ত প্রত্যেকেই তাদের স্কুলে পড়াশোনা করা পড়ুয়াদের সর্বাত্মক উন্নতি চান। পড়াশোনার পাশাপাশি তাদের মধ্যে লুকিয়ে থাকা প্রতিভাকেও বিকশিত করতে হবে। সেই প্রয়াসেই এই ধরনের অনুষ্ঠানের আয়োজন করা হয়ে থাকে স্কুলের তরফে বলে তারা জানান ।